গ্রাফিক— শৌভিক দেবনাথ
সপ্তম দফায় শান্তিপূর্ণভাবেই ভোট হল রাজ্যের পাঁচ জেলায়। সকাল থেকে বড় কোনও অশান্তির ঘটনা সামনে আসেনি। ভোটও পড়েছে স্বাাভাবিক ছন্দেই। বিকেল ৫টা পর্যন্ত সব মিলিয়ে ৫ জেলায় ৭৫.০৬ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।
সোমবার কলকাতার প্রথম পর্বের ভোট ছিল। ১১টি আসনের মধ্যে সপ্তম দফায় দক্ষিণ কলকাতার ৪টি আসন ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ এবং কলকাতা বন্দরে ভোট প্রক্রিয়া চলে প্রায় নির্বিঘ্নেই। বিকেল ৫টা পর্যন্ত ৫৯.৯১ শতাংশ ভোট পড়েছে। বাকি ৫ জেলার মধ্যে সবচেয়ে কম ভোটের হার কলকাতাতেই। সবচেয়ে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদে। ১১টি কেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ৮০.৩০ শতাংশ ভোট পড়েছে এই জেলায়। ভোটের হারে এরপরই রয়েছে দক্ষিণ দিনাজপুর। ৫টা পর্যন্ত ৮০.২১ শতাংশ ভোট পড়েছে সেখানে। এ ছাড়া মালদহে ৭৮.৭৬ শতাংশ এবং পশ্চিম বর্ধমানে ৭০.৩৪ শতাংশ ভোট পড়েছে বিকেল ৫টা পর্যন্ত।
দেশে এবং রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধির আবহে ভোটারদের বুথে হাজিরা নিয়ে কিছুটা সংশয় থাকলেও সোমবার দেখা যায় স্বাভাবিক ছন্দেই ভোট দান হয়েছে সকাল পর্যন্ত। তবে আপাত ভাবে শান্তিপূর্ণ ভোট হলেও সোমবার সকালে কলকাতা-সহ পাঁচ জেলায় বেশ কয়েকটি বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে এসেছে। নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে বেরিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কেন্দ্রে মারধর করার অভিযোগ আনেন তিনি। কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পতাকা ছেঁড়ার অভিযোগও করেন তিনি।অন্যদিকে, আসানসোলের বক্তারনগরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এক ভোট কর্মীর বিরুদ্ধে তৃণমূলের প্রতীক দেওয়া টুপি পরে বুথে কাজ করার অভিযোগ আনেন। ভবানীপুরে প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ করেছে তৃণমূল।