West Bengal Assembly Election 2021

Bengal Polls 2021: দেগঙ্গায় তৃণমূল প্রার্থী রহিমা মণ্ডলের বিরুদ্ধে পড়ল পোস্টার, বিক্ষোভ দলের একাংশের

রহিমার টিকিট পাওয়া নিয়ে দেগঙ্গায় তৃণমূলের  গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসতেই তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দেগঙ্গা শেষ আপডেট: ০৬ মার্চ ২০২১ ১৯:৫৫
Share:

দেগঙ্গায় দেখা গিয়েছে এই পোস্টার। —নিজস্ব চিত্র।

দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে ফের রহিমা মণ্ডলের নাম ঘোষণা হওয়ামাত্রই বিক্ষোভ ছড়াল তৃণমূলের একাংশের মধ্যে। দলীয় কার্যালয়েই রহিমার বিরুদ্ধে পড়ল পোস্টার। তাতে লেখা, ‘বহিরাগত প্রার্থী মানি না, তোলাবাজ প্রার্থী দূর হটো। আমরা ঘরের ছেলেকে দেগঙ্গার প্রার্থী হিসেবে চাই’।

Advertisement

ঘরের ছেলে কে? দেগঙ্গায় তৃণমূলের একাংশের ‘ভোট’ পড়েছে স্থানীয় নেতা আনিসুর রহমানের দিকে। গোটা বিষয়ে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

শুক্রবার দুপুরে নীলবাড়ির লড়াইয়ে নিজের দলের প্রার্থীদের তালিকা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণার পরই উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গায় বিক্ষোভে ফেটে পড়েন দলের একাংশ। শনিবার সকাল থেকেই ওই বিধানসভা কেন্দ্রের বেড়াচাঁপা, চৌরাশি, দেগঙ্গা-সহ বিভিন্ন এলাকায় প্রার্থী রহিমার বিরুদ্ধে পোস্টার পড়েছে। তৃণমূলেরই ‘বিক্ষুব্ধ’ কর্মী-সমর্থকদের এ ধরনের পোস্টার সাঁটাতে দেখা গিয়েছে।

Advertisement

বেড়াচাঁপায় তৃণমূলের দলীয় কার্যালয়ের দেওয়ালেও পোস্টার পড়েছে। তাতে লেখা, ‘বহিরাগত তোলাবাজ প্রার্থীকে মানছি না। আমরা ঘরের ছেলেকে চাই’। আনিসুরের এক সমর্থক তথা তৃণমূলকর্মী রকিবুদ্দিন জমাদার বলেন, ‘‘আমরা আনিসুর রহমানকেই দেগঙ্গায় প্রার্থী হিসাবে চাই। বহিরাগত, তোলাবাজ প্রার্থীকে চাই না।’’ রহিমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে তাঁর মন্তব্য, ‘‘গত ৫ বছরে তিনি (রহিমা মণ্ডল) এলাকায় কোনও উন্নয়ন করেননি। বরং কলেজের চাকরি বিক্রি করেছেন।’’

রহিমার টিকিট পাওয়া নিয়ে দেগঙ্গায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসতেই তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি-র দেগঙ্গা পশ্চিম মণ্ডলের প্রাক্তন সভাপতি দেবাশিস মজুমদার বলেন, ‘‘প্রার্থিতালিকা ঘোষণা হওয়ার পরেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল বেরিয়ে পড়েছে। তৃণমূলের গোষ্ঠী কোন্দল যত প্রকাশ্যে আসবে, ততই বিজেপি-র ফায়দা। দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে প্রচুর লিড নিয়ে জয়লাভ করবে বিজেপি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement