প্রতীকী ছবি। —ফাইল চিত্র
তৃণমূল প্রার্থী ধীমান রায়কে বদলের দাবি ক্রমশ জোরদার হচ্ছে অশোকনগরে। দু’বারের বিধায়ক ধীমানকে এ বার দলের একাংশের মেনে নিতে আপত্তি শুরু থেকেই। প্রার্থী পদ ঘোষণার পর দিনই তৃণমূলের কিছু কর্মী-সমর্থক হিজলিয়া মোড়ের কাছে হাবড়া-নৈহাটি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। দলের একটি সূত্র জানাচ্ছে, স্থানীয় তৃণমূলের একাংশ শীর্ষ নেতৃত্বের কাছে প্রার্থী বদলের আবেদন করেছেন ইতিমধ্যে। এ বার প্রার্থী বদলের দাবিতে পোস্টার পড়ল অশোকনগর-কল্যাণগড় পুরসভার চৌরঙ্গী মোড় এলাকা-সহ কয়েকটি জায়গায়। সাদা কাগজের উপরে লেখা, ‘আমরা জিততে চাই অশোকনগরে। তৃণমূল প্রার্থীর বদল চাই।’ নীচে লেখা, ‘তৃণমূল কংগ্রেস কর্মিবৃন্দ।’
ধীমান বলেন, ‘‘জীবনে তৃণমূলের বাইরে কোনও কাজ করিনি। এমন কোনও অন্যায় করিনি যে আমার বিরুদ্ধে পোস্টার পড়তে পারে। যাঁরা পোস্টার মেরেছেন, তাঁরা তৃণমূলের কেউ নন। তৃণমূলের কর্মীরা তা ছিঁড়েও দিয়েছেন।’’
অশোকনগর-কল্যাণগড় পুরসভার পুরপ্রশাসক তথা তৃণমূল নেতা প্রবোধ সরকার বলেন, ‘‘কারা পোস্টার মেরেছে, তা আমরা খোঁজ নিচ্ছি। প্রার্থী ঘোষণা করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যতক্ষণ না প্রার্থী পরিবর্তন করছেন, তত দিন প্রার্থীর হয়েই আমরা প্রচার করব।’’
তবে অশোকনগরের বিভিন্ন এলাকায় দেখা গেল, বহু দেওয়ালে তৃণমূলের প্রতীক আঁকা হলেও এখনও প্রার্থীর নাম লেখা হয়নি। তৃণমূল কিছু কর্মী প্রকাশ্যেই বলছেন, ‘‘আমপান, করোনা পরিস্থিতির সময়ে বিধায়ককে কাছে পাওয়া যায়নি। তাঁর কাজে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।’’ বহু নেতা-কর্মী প্রচারে এখনও নিষ্ক্রিয় বলেও জানা গেল। সম্প্রতি ধীমানকে নিয়ে একটি আপত্তিকর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। ভিডিয়োটি ভুয়ো বলে দাবি করে ধীমান পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হন।
জেলা তৃণমূল নেতৃত্বের একটি সূত্রের খবর, অশোকনগর এবং আমডাঙা কেন্দ্রের প্রার্থী পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। দু’এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দল জানিয়ে দেবে।