Mousam Noor

Bengal Polls: করোনা আক্রান্ত মৌসম নূর, দলনেত্রীর সভার আগে পরীক্ষায় রিপোর্ট পজিটিভ

ভোটপ্রচারে বুধবার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটের মাঠে জনসভা মমতার। তার আগে জেলার নেতাদের কোভিড পরীক্ষা করা হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২১ ২০:১২
Share:

মৌসম নূর। ফাইল চিত্র

করোনা আক্রান্ত হলেন তৃণমূল সাংসদ মৌসম বেনজির নূর। বুধবার মালদহের হরিশ্চন্দ্রপুরে জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই জেলার নেতাদের কোভিড পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষার মৌসমের রিপোর্ট পজিটিভ। এ কথা নিজেই জানিয়েছেন তিনি।

Advertisement

ভোটপ্রচারে বুধবার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটের মাঠে জনসভা মমতার। তার আগে জেলার নেতাদের কোভিড পরীক্ষা করা হয়েছিল। মঙ্গলবার সেই পরীক্ষার তালিকা প্রকাশিত হতেই দেখা যায় প্রথমেই রয়েছে মৌসমের নাম। তাঁকে নিভৃতবাসে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মৌসম বলেন, ‘‘শরীরে করোনার কোনও উপসর্গ নেই। তবে চিকিৎসকদের পরামর্শ মানতেই হবে। তাই কোতয়ালির বাড়িতে বসেই নির্বাচনের কাজকর্ম করছি।’’

মালদহে ভোট শুরু হচ্ছে আগামী ২৬ এপ্রিল। জেলার ১২টি বিধানসভাতেই দলীয় প্রার্থীর হয়ে প্রচার করেছেন মৌসম। কিন্তু তাঁর করোনা রিপোর্ট পজিটিভ হওয়ায় শেষলগ্নের ভোট প্রচারে থাকতে পারবেন না মৌসম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement