আসানসোলে কৃষক নেতাদের সভা। নিজস্ব চিত্র।
দিল্লির কৃষক আন্দোলনের নেতারা শনিবার পৌঁছেছেন কলকাতায়। বাংলার বিভিন্ন প্রান্তে বিজেপি বিরোধী শক্তিকে মবজুত করার ডাক দিয়ে প্রচার করছেন তাঁরা। কৃষক আন্দোলনের প্রসঙ্গেও উঠে আসছে সেখানে। রবিবার সন্ধ্যায় আসানসোল উত্তর বিধানসভার কল্যাণপুর হাউজিং মাঠে সংযুক্ত কিসান মোর্চার সভাতে দর্শকাসনে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক-সহ তৃণমূলের কিছু স্থানীয় নেতারা।
নয়া ৩ কৃষি আইন বাতিলের দাবিতে রাজধানীর বুকে দীর্ঘ দিন আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। কেন্দ্রের শাসককে রাজ্যেও ক্ষমতায় আসা থেকে আটকাতে মরিয়া তাঁরা। কৃষক নেতা তেজেন্দ্র সিংহ বলেছেন, ‘‘দেশে কৃষি আইন রুখতে গেলে রাজ্যে রাজ্যে বিজেপি-কে আটকাতে হবে। বিজেপি জিতলেই গোটা দেশে কৃষি আইন বলবৎ করবে। তাই পশ্চিমবঙ্গেও বিজেপি-কে হারানোটা দরকার।’’ সংযুক্ত কিসান মোর্চার নেতা হিমাংশু তিওয়ারি বলেছেন, ‘‘কৃষকদের স্বার্থে, দেশকে রক্ষা করতে বিজেপি-কে আটকাতে হবে।’’
মলয় ঘটক আসানসোল উত্তর কেন্দ্র থেকে শাসক দলের প্রার্থী। আসানসোল পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ও ছিলেন এই অনুষ্ঠানে। যদিও মঞ্চে তাঁদের দেখা যায়নি। সভার দর্শক হিসাবেই উপস্থিত ছিলেন তাঁরা। কৃষক নেতাদের দাবি, ‘‘আমরা কোনও রাজনৈতিক দলের লোক নই। যে যাঁকে খুশি ভোট দিন, শুধু বিজেপি-কে না দিলেই হল।’’
এ নিয়ে বিজেপি সভাপতি লক্ষ্মণ ঘড়ুইয়ের অভিযোগ, ‘‘তৃণমূল নেতারা এই কৃষকদের মাধ্যমে ভোট পেতে চাইছেন।’’ তৃণমূল নেতা অমরনাথ বলেছেন, ‘‘এই আন্দোলনকে শুরু থেকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো সমর্থন করেছেন। তাই দিল্লির আন্দোলনকারীদের পাশে পেয়েছে দল।’’