বাঁ দিকে বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী, মাঝে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল, ডান দিকে কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। নিজস্ব চিত্র।
রাজনীতির ময়দানে তাঁরা প্রতিপক্ষ। নাম ঘোষণার পর থেকেই জোর কদমে প্রচারও শুরু করেছেন। কিন্তু দোলের রঙের কাছে ফিকে হয়ে গেল রাজনীতির রং। একসঙ্গে দোল উৎসবে শামিল হতে দেখা গেল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল, বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী ও কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তকে।
রবিবার সকালে রায়গঞ্জের করোনেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বসন্ত উৎসবে যোগ দেন তাঁরা। তার আগে সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় বসন্ত উৎসবের প্রভাতফেরিতে অংশগ্রহণ করেন কানাইয়ালাল। উত্সব শেষে কানাইয়ালাল বলেন, ‘‘এখানকার কাউন্সিলর আমাকে নিমন্ত্রণ করেছেন। তিনি বলেছেন প্রতি বছরই এখনকার সংস্কৃতিমনস্ক মানুষ এই উৎসবে জড়ো হন। সবাইকে দোলের শুভেচ্ছা জানাই। করোনার বিধিনিষেধ মেনে দোল উদযাপন করুন।’’
এই অনুষ্ঠানের প্রসঙ্গে কংগ্রেস নেতা মোহিত বলেন, ‘‘১৭ বছর ধরে রায়গঞ্জে এই উৎসব হচ্ছে। করোনার জন্য মানুষ ১ বছর ঘরে বন্দি ছিলেন। কোভিড আইন মেনে এখানে উৎসব হচ্ছে। এই উৎসব সব ধর্মের উৎসব। এর মধ্যে রাজনীতি নিয়ে আসা উচিত নয়। এই সুন্দর অনুষ্ঠান করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।’’
রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৃষ্ণ বলেন, ‘‘আজকের এই রং সবার জীবনে খুশির রং নিয়ে আসুক। আমি ওঁকে (কংগ্রেস প্রার্থীকে) বিরোধী বলব না। ওঁর সঙ্গে আমার সম্পর্ক ভাল। একে অপরের বিরুদ্ধে লড়লেও দু’জন দু’জনকে ভাল ভাবে চিনি। ওঁর পায়ে রং দিলাম। উনিও আমাকে আশীর্বাদ করলেন।’’