TMC

Bengal Polls: কংগ্রেস সমর্থকের কাছ থেকে উদ্ধার গুলি, বোমা, ভয় দেখানো হচ্ছে, অভিযোগ তৃণমূলের

বিষয়টি নজরে আসতেই এলাকার বাসিন্দারা এক জোট হয়ে মুসিউরকে ধরে ফেলেন। এরপর তাঁর ব্যাগে তাজা বোমাও চোখে পড়ে বাসিন্দাদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২১ ১৭:০৯
Share:

নিজস্ব চিত্র

বজবজের বুইতা গ্রামে আগ্নেয়াস্ত্র নিয়ে তৃণমূল কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক কংগ্রেস কর্মীর বিরুদ্ধে। পরে তাঁকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক ও দু’টি তাজা বোমা। শেখ মুসিউর মিস্ত্রি নামে ওই কংগ্রেস কর্মীকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

তবে ধৃতের পরিবারের দাবি, মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে মুসিবুরকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বাজারে যাচ্ছিলেন পেশায় শিক্ষক কংগ্রেস কর্মী মুসিউর মিস্ত্রি। সেই সময় এলাকার কিছু তৃণমূল কর্মী তাঁকে ডাকলে আচমকা একটি পিস্তল নিয়ে এগিয়ে আসেন মুসিউর। তৃণমূল কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। বিষয়টি নজরে আসতেই এলাকার বাসিন্দারা এক জোট হয়ে মুসিউরকে ধরে ফেলেন। এরপর তাঁর ব্যাগে তাজা বোমাও চোখে পড়ে বাসিন্দাদের। মুসিউরকে আটকে রেখে খবর দেওয়া হয় থানার। পরে বজবজ থানার পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়। তাঁর কাছ থেকে পিস্তল ও বোমা দু’টি উদ্ধার করে পুলিশ।

ধৃতের পরিবারের অভিযোগ, কংগ্রেস করায় মুসিউর মিস্ত্রিকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়েছে তৃণমূল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা শেখ কামাল আহমেদ বলেন, ‘‘ভোটের দিন সাময়িক উত্তেজনা ছড়িয়েছিল এলাকায়। পরে তা মিটেও যায়। কিন্তু সোমবার মুসিউর ফের সন্ত্রাস ছড়াতে আগ্নেয়াস্ত্র ও বোম নিয়ে চড়াও হয়েছিল। কিন্তু স্থানীয়দের তৎপরতায় তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।’’ তবে অভিযোগ মানতে নারাজ কংগ্রেস। বজবজ বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী মুজিবুর রহমান বলেন, ‘‘আমাদের কর্মীকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়েছে তৃণমূল। কংগ্রেসকে ভোট দেওয়ার অপরাধে তৃণমূলের লোকজন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁকে মিথ্যে অভিযোগে পুলিশের হাতে তুলে দিল। তৃণমূলের লোকজন গোটা বিধানসভা জুড়ে সন্ত্রাস ছড়িয়ে বেড়াচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement