Pulwama

Bengal Polls: ‘পুলওয়ামায় নিজের লোককে মেরে এসেছিলেন’, মমতার নিশানায় মোদী-শাহ

নির্বাচনী প্রচারে দোষারোপ, পাল্টা দোষারোপ চলছেই। সেই পরিস্থিতিতে বিজেপি-কে আক্রমণ করতে এ বার পুলওয়ামা প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পুলওয়ামায় যাঁদের মারার লক্ষ্য ছিল, তাঁদের না মেরে নিজেদের লোককে মারা হয়েছিল। দু’বছর আগে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সিআরপি-র কনভয় লক্ষ্য করে হামলা চালায় পাক মদতপুষ্ট আত্মঘাতী জঙ্গি। তাতে ৪০ জন জওয়ান নিহত হন। তৃণমূল নেত্রী সেই প্রসঙ্গ উল্লেখ করেছেন, নাকি পুলওয়ামা পরবর্তী ভারতীয় বায়ুসেনার বালাকোট অভিযানের কথা বোঝাতে চেয়েছেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যদিও বালাকোট অভিযানে ভারতীয় বায়ুসেনার কারও হতাহত হওয়ার খবর মেলেনি। শীতলকুচি নিয়ে রাজনৈতিক টানাপড়েনের মধ্যে সোমবার রানাঘাটে সভা করেন মমতা। সেখানে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ যুবকের মৃত্যুর জন্য অমিত শাহকে দায়ী করেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২১ ১৬:০৪
Share:

নির্বাচনী প্রচারে দোষারোপ, পাল্টা দোষারোপ চলছেই। সেই পরিস্থিতিতে বিজেপি-কে আক্রমণ করতে এ বার পুলওয়ামা প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পুলওয়ামায় যাঁদের মারার লক্ষ্য ছিল, তাঁদের না মেরে নিজেদের লোককে মারা হয়েছিল। দু’বছর আগে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সিআরপি-র কনভয় লক্ষ্য করে হামলা চালায় পাক মদতপুষ্ট আত্মঘাতী জঙ্গি। তাতে ৪০ জন জওয়ান নিহত হন। তৃণমূল নেত্রী সেই প্রসঙ্গ উল্লেখ করেছেন, নাকি পুলওয়ামা পরবর্তী ভারতীয় বায়ুসেনার বালাকোট অভিযানের কথা বোঝাতে চেয়েছেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যদিও বালাকোট অভিযানে ভারতীয় বায়ুসেনার কারও হতাহত হওয়ার খবর মেলেনি।

Advertisement

শীতলকুচি নিয়ে রাজনৈতিক টানাপড়েনের মধ্যে সোমবার উত্তর ২৪ পরগনার রানাঘাটে সভা করেন মমতা। সেখানে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ যুবকের জন্য সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করেন তিনি। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ‘সব জানেন’ এবং তার পরেও কেন্দ্রীয় বাহিনীকে ‘ক্লিনচিট’ দিয়েছেন বলে মন্তব্য করেন। সেখানেই পুলওয়ামার ঘটনা টেনে মোদী-শাহকে আক্রমণ করেন মমতা। বলেন, ‘‘পুলওয়ামার ঘটনা আমাদের মনে আছে। যাদের মারতে গিয়েছিলেন, নিজের লোককে মেরে চলে এসেছিলেন। বেশি মুখ খোলাবেন না। আমরা দেশকে ভালবাসি। তাই অনেক কিছু বলি না।’’

২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে ঘটে যাওয়া পুলওয়ামা হামলা নিয়ে দীর্ঘদিন শাসক বনাম বিরোধী আকচাকচির সাক্ষী থেকেছে গোটা দেশ। ভোটের ময়দানে সেনার কৃতিত্ব ভাঙিয়ে ভোটবাক্স ভরার অভিযোগ উঠেছে বিজেপি-র শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। উল্টো দিকে, পুলওয়ামার ঘটনায় নিরাপত্তায় গাফিলতি এবং বালাকোট অভিযানের সত্যতা নিয়ে প্রশ্ন তোলায় বিরোধীদের ‘দেশবিরোধী’ আখ্যা দেন গেরুয়া নেতৃত্ব। সেনাবাহিনীর কৃতিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বলে বাংলায় এসে এর আগেও মমতাকে আক্রমণ করেছেন মোদী। তার পরে সোমবার শীতলকুচির ঘটনার প্রেক্ষিতে পুলওয়ামার ঘটনা টেনে আনলেন মমতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement