কর্মীসভায় সুজন চক্রবর্তী। নিজস্ব চিত্র।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা রাহুল সিংহকে নির্বাচন কমিশনের শো-কজ করা নিয়ে কড়া মন্তব্য করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। বললেন, ‘‘শুধু মমতা ও রাহুলের প্রচারে নিষেধাজ্ঞা করলে হবে না। যাঁরা উস্কানিমূলক মন্তব্য করছেন তাদের প্রত্যেককেই নির্বাচনী প্রচার থেকে সরিয়ে দিতে হবে।’’ এসে এই মন্তব্য করেছেন সুজন।
শুধু মমতা ও রাহুলকে শো-কজ করায় সন্তুষ্ট হননি সিপিএম নেতা। তিনি বলেন, ‘‘বিজেপি নেতা দিলীপ ঘোষ ও সায়ন্তন বসু প্রকাশ্যে বলছেন শীতলখুচি আরও হবে। এটার মানে কী। যাঁরা এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করবেন তাঁদের প্রচার থেকে একদম সরিয়ে দেওয়া উচিত। না হলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তো উঠবেই।’’
মঙ্গলবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে দলীয় কার্যালয়ে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী অধ্যাপক প্রদীপকুমার রায়ের সমর্থনে কর্মিসভা করেন তিনি। তার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘রাজ্যে রাজনৈতিক উত্তাপ ছড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা রাহুল সিংহ, দিলীপ ঘোষ, সায়ন্তন বসু সকলেই জড়িত। কিন্তু নির্বাচন কমিশন শুধু মমতাকে ২৪ ঘণ্টা এবং রাহুলকে ৪৮ ঘন্টার জন্য প্রচার থেকে সরিয়ে দিয়েছে। এটা তো তৃণমূল ও বিজেপি-র এক ফর্মুলা।’’
মুখ্যমন্ত্রীকে প্রচার থেকে সরিয়ে দেওয়ায় পর গাঁধীমূর্তির পাদদেশে ধর্নায় বসেন তিনি। এ বিষয়েও কড়া মন্তব্য করেন সুজন। তিনি বলেন, ‘‘এটাও তো এক ধরনের প্রচার। এটা কেন করতে দেওয়া হচ্ছে।’’