West Bengal Assembly Election 2021

Bengal Polls 2021: ৪৮ ঘণ্টায় নেগেটিভ, যেতে চান মোদী মঞ্চে

মোদীর সভায় উপস্থিত হতে বিজেপির অন্তত দু’শো কর্মকর্তা করোনা পরীক্ষা করিয়েছেন বলে দলেরই একটি সূত্রে জানা গিয়েছে।

Advertisement

সৌমিত্র কুণ্ডু

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২১ ০৬:৩৭
Share:

স্তুতি: আজ, শনিবার কাওয়াখালির মাঠে প্রধানমন্ত্রীর সভা। তার শেষ মুহূর্তের কাজ চলছে পুরোদমে। ছবি: বিনোদ দাস।

করোনা পরিস্থিতিতে শিলিগুড়িতে মোদীর সভা মঞ্চে বা আশেপাশে যাঁরা থাকবেন, তাঁদের সকলের আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা রিপোর্ট নেগেটিভ হওয়া বাধ্যতামূলক। কিন্তু সেই মঞ্চের বাইরে যাঁরা থাকবেন, তাঁদের ক্ষেত্রে কী হবে? বিজেপির জেলা নেতৃত্বই জানিয়েছেন, শনিবার শিলিগুড়ির কাওয়াখালি মাঠে প্রধানমন্ত্রীর সভায় অন্তত লক্ষাধিক মানুষের জমায়েতে করানোর লক্ষ্যমাত্রা রেখেছেন। করোনা পরিস্থিতির মধ্যে এই বিপুল সংখ্যক মানুষের ভিড় নিয়ে উদ্বিগ্ন চিকিৎসক, স্বাস্থ্য আধিকারিকদের একাংশ।

Advertisement

মোদীর সভায় উপস্থিত হতে বিজেপির অন্তত দু’শো কর্মকর্তা করোনা পরীক্ষা করিয়েছেন বলে দলেরই একটি সূত্রে জানা গিয়েছে। পুলিশ, প্রশাসনের আধিকারিকদের যাঁরা সভার কাজে থাকবেন, এমন দু’হাজার জনেরও করোনা পরীক্ষা করানো হয়েছে। মঞ্চের বাইরে কোভিড নিরাপত্তা বলতে দলের তরফে বলা হচ্ছে কোভিড বিধি মেনে চলতে। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি প্রবীণ আগরওয়াল বলেন, ‘‘দলের কর্মকর্তা যাঁরা মঞ্চে বা কাছাকাছি থাকবেন, তাঁদের করোনা পরীক্ষা হয়েছে। রিপোর্ট তাঁরা সঙ্গে রাখবেন। দলের তরফে অন্তত এক লক্ষ মাস্ক সভাস্থলে মজুত রাখা হচ্ছে। প্রবেশ পথের বিভিন্ন জায়গায় স্যানিটাইজ়ারের ব্যবস্থাও থাকছে।’’

কিন্তু যতই মাস্ক বা স্যানিটাইজ়ারের ব্যবস্থা থাকুক, বাস্তবে তা কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয়ে প্রশাসন থেকে স্বাস্থ্য আধিকারিকদের অধিকাংশই। তার উপর জেলার বিজেপি নেত্রী সবিতা আগরওয়াল গত ৬ এপ্রিল সন্ধ্যায় মোদীর সভার জন্যই করোনা পরীক্ষা করিয়েছিলেন একটি বেসরকারি ল্যাবরেটরিতে। তাতে রিপোর্ট পজ়িটিভ আসতেই হইচই পড়ে যায়। তবে তাঁর কোনও উপসর্গ ছিল না। তিনি ফের ৮ এপ্রিল সকালে করোনা পরীক্ষা করান। তার রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে বলে দাবি। ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট নেগেটিভ আসা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। তিনি মোদীর সভায় থাকবেন কি না, তা নিয়েও দলের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। অনেকের মতে, প্রথমে রিপোর্ট পজ়িটিভ হওয়ার পর রিপোর্ট নেগেটিভ আসায় তাঁকে কিছু দিন সাবধানে থাকতে হবে।

Advertisement

দক্ষিণ হাওড়ার বিজেপি প্রার্থী পজ়িটিভ হওয়ার পর এক দিনে করোনা রিপোর্ট নেগেটিভ দেখিয়ে মোদীর সভায় ছিলেন বলেও অভিযোগ উঠেছে। সবিতাদেবীর বিষয়টি সেই দিকে এগোচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সভায় তিনি থাকবেন কি না, তা নিয়ে অবশ্য স্পষ্ট করে কিছু বলেননি সবিতা। তাঁর কথায়, ‘‘আমার উপসর্গ কিছুই ছিল না। মোদীজি এবং স্মৃতি ইরানির কর্মসূচির আগে কোভিড প্রোটোকল মেনে পরীক্ষা করিয়েছিলাম। তা পজ়িটিভ আসাতেই চিন্তায় পড়েছিলাম। শরীরে কোনও সমস্যা নেই। তাই একদিন পর ফের দুই জায়গায় পরীক্ষা করাই। দুই ক্ষেত্রেই রিপোর্ট নেগেটিভ এসেছে।’’ এদিনও তাঁকে প্রার্থী শঙ্কর ঘোষের সঙ্গে প্রচার কর্মসূচিতেও দেখা যায়। করোনা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা স্বাস্থ্য আধিকারিক সুশান্ত রায় বলেন, ‘‘পজ়িটিভ রিপোর্ট যাঁর এসেছিল, একদিন পর তাঁর রিপোর্ট নেগেটিভ এলেও নিজের স্বার্থে সাবধান হওয়া কাম্য। যে কোনও দলের সভা, মিছিলে ভিড়ের জন্য করোনা বাড়তে পারে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement