প্রতীকী ছবি।
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সভার আয়োজন ঘিরে কোচবিহারে দুই শিবিরে জোর তৎপরতা শুরু হয়েছে।
দলীয় প্রচারে এপ্রিলের প্রথম সপ্তাহে কোচবিহারে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। দলীয় সূত্রে জানা গিয়েছে, ৬ এপ্রিল কোচবিহারে সভা করতে পারেন মোদী। অন্য দিকে ২-৭ এপ্রিল কোচবিহারে একাধিক সভা করার কথা মমতার। দুই শিবিরে তাই মাঠ বাছাই থেকে ভিড় টানার প্রস্তুতি শুরু হয়েছে।
শনিবার কোচবিহার জেলা বিজেপি দফতরে প্রধানমন্ত্রীর সভা আয়োজনের প্রস্তুতি নিয়ে বৈঠক হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, কোচবিহার শহরের রাসমেলা মাঠে মোদীর সভা করতে চাইছেন বিজেপির জেলা নেতৃত্ব। লক্ষাধিক মানুষের জমায়েত করাই তাঁদের লক্ষ্য। বিজেপির জেলা কার্যকরী সভাপতি অভিজিৎ বর্মণ, জাতীয় পরিষদ সদস্য নিত্যানন্দ মুন্সী, জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। সঞ্জয় বলেন, “৬ এপ্রিল কোচবিহারে সভা করবেন প্রধানমন্ত্রী। রাসমেলার মাঠে সভা আয়োজনের পরিকল্পনা হয়েছে।” অন্য দিকে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ২ এপ্রিল কোচবিহারের দিনহাটা ও তুফানগঞ্জে মমতার সভা চূড়ান্ত হয়ে গিয়েছে। দিনহাটার সংহতি ময়দান ও তুফানগঞ্জের ক্রীড়া সংস্থার মাঠে সভার পরিকল্পনা হয়েছে। সংহতি ময়দানে দিনহাটা, সিতাই কেন্দ্রের প্রার্থীর সমর্থনে, ক্রীড়া সংস্থার মাঠে তুফানগঞ্জ, নাটাবাড়ি কেন্দ্রের প্রার্থীর সমর্থনে সভার তোড়জোড় হচ্ছে।
নাটাবাড়ির তৃণমূল প্রার্থী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি চলছে।” দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ বলেন, “স্বতঃস্ফূর্তভাবে সভায় মানুষ আসবেন। জনজোয়ার হবে।” কোচবিহার উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী, মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ জানান, বাণেশ্বরে ৭ এপ্রিল মুখ্যমন্ত্রীর সভা হবে। দলীয় সূত্রে খবর, মাথাভাঙা, শীতলখুচি, মেখলিগঞ্জের প্রার্থীদের সমর্থনেও সভা করবেন মমতা। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, “মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিধানসভাভিত্তিক প্রার্থীরা দায়িত্ব নিয়ে ওই কাজ করছেন। প্রয়োজনে জেলা সহযোগিতাও করবে।”