সবুজ বাজারে। নিজস্ব চিত্র
সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থীর সমর্থনে শুক্রবার বাঁকুড়া জেলায় জোড়া সভা করলেন আব্বাস সিদ্দিকি। আইএসএফ নেতা আব্বাসের মঞ্চে এ দিন সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন।
এ দিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ রাইপুর সবুজ বাজারে রাইপুর বিধানসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মিলন মান্ডির সমর্থনে সভা হয়। প্রায় দেড় হাজার মানুষের সমাগম হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ছিলেন সিপিএমের বাঁকুড়া জেলা কমিটির সদস্য পার্থপ্রতিম মজুমদার, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিপিএমের উপেন কিস্কু, রাইপুর ব্লক কংগ্রেস সভাপতি অশোক কাহার প্রমুখ। সারেঙ্গা মিশন ময়দানেও ওই প্রার্থীর সমর্থনে একটি সভা করেন তিনি।
আব্বাস দাবি করেন, ‘‘এখানে এনআরসি চালু হলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন গরিব মানুষ। যাঁদের পূর্বপুরুষ থেকে জমির ঠিকঠাক নথিপত্র নেই।’’ তাঁর আরও দাবি, ‘‘প্রকৃত ভারতীয় যদি কেউ হয়ে থাকেন, তাঁরা হলেন ভারতের আদিবাসীরা। আমি দাবি করেছিলাম পাঁচ হাজার বছর আগে থেকে এনআরসি করুন। দেখবেন নরেন্দ্র মোদী, অমিত শাহেরা কেউ থাকবেন না। থাকবে শুধু আদিবাসীরা।’’
বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র বলেন, ‘‘উনি এনআরসি নিয়ে আগে ভাল করে জানুন। জেনে মন্তব্য করা দরকার।’’