ফাইল চিত্র।
রমজ়়ান এবং ইদের কথা মাথায় রেখে মুর্শিদাবাদ জেলার দুই কেন্দ্রে ভোট আরও পিছিয়ে দেওয়ার দাবি জানাল কংগ্রেস, সিপিএম এবং এসইউসি। সামশেরগঞ্জে কংগ্রেস এবং জঙ্গিপুরে আরএসপি প্রার্থীর করোনায় মৃত্যু হওয়ায় ওই দুই কেন্দ্রে নির্ধারিত দিনে নির্বাচন হচ্ছে না। নির্বাচন কমিশন আগামী ১৩ মে ওই দুই কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছে। তারই প্রেক্ষিতে সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (সিইও) চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব এবং এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য। তাঁদের বক্তব্য, ১৩ মে রমজ়ানের শেষ দিন। সম্ভবত সে দিনই বা পরের দিন ইদ-উল-ফিত্র উৎসব পড়ার কথা। মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু-অধ্যুষিত জেলায় ওই দিনে ভোট বহু মানুষের পক্ষেই অসুবিধাজনক। তাই রমজ়ান ও ইদ মিটে যাওয়ার পরে ভোটগ্রহণের দিন ধার্য করার আর্জি জানিয়েছেন বিরোধী নেতারা।