সংযুক্ত মোর্চার প্রার্থী এবং আইএসএফের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী।
ভোটের সময়ে প্রাপ্য নিরাপত্তারক্ষী প্রত্যাখ্যান করলেন ভাঙড় বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চার প্রার্থী এবং আইএসএফের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী। বারুইপুরের পুলিশ সুপারকে শুক্রবার চিঠি দিয়ে নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। চিঠিতে তিনি লিখেছেন, ‘ভোটারদের নিরাপত্তাই আমার কাছে একমাত্র অগ্রাধিকার’। ভাঙড়ের মানুষ যাতে আজ, শনিবার সুষ্ঠু ভাবে ও অবাধে ভোট দিতে পারেন, তার ব্যবস্থা করার জন্য কমিশনের কাছে দাবি জানিয়েছেন নওসাদ। আইএসএফের সমর্থকদের উপরে হামলার অভিযোগ উঠেছিল বৃহস্পতিবার। তার পরে আবার আইএসএফের সমর্থকদেরই গ্রেফতার করে পুলিশ। প্রতিবাদে রাতভর ভাঙড় থানা ঘেরাও করে অবস্থান চালায় বিশালসংখ্যক জনতা। নওসাদ এ দিন বলেন, ‘‘মানুষ তাঁর ভোট তৃণমূল, বিজেপি, আইএসএফ বা নির্দল, যাকে খুশি দিতে পারেন। কিন্তু নিজের ভোট নিজে দিন, এই কথাই আমরা প্রচারে বলেছি এবং এখনও বলছি। খবর পাচ্ছি, ভোটের জন্য বাইরে থেকে লোকজন আনার চেষ্টা হচ্ছে। ভোট দিতে বাধা পেলে মানুষ কিন্তু প্রতিরোধ করবেন।’’ ভাঙড়ে তৃণমূলের তরফে ভোটের দায়িত্বপ্রাপ্ত অন্যতম নেতা কৃশানু মিত্রের অবশ্য পাল্টা দাবি, ‘‘আমাদের এত দুরবস্থা হয়নি যে, এখানে বাইরে থেকে লোক নিয়ে আসতে হবে! আইএসএফ-ই বরং বাইরের লোক এনে আগের দিন গন্ডগোল পাকিয়েছে, এখনও সেই রকমই চেষ্টা করছে।’’