জনসভায় মিঠুন চক্রবর্তী। নিজস্ব চিত্র।
জলপাইগুড়িতে প্রচারে গিয়ে শীতলকুচিতে ৪ জন নিহত হওয়ার ঘটনার জন্য তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি-র প্রচারক মিঠুন চক্রবর্তী। বললেন, ‘‘শীতলকুচিতে পাঁচটা মায়ের কোল খালি হল। কীসের জন্য এই হিংসা করছেন? সিংহাসনটা ধরে রাখার জন্য? এ বার পাঁচটা মায়ের কোল কে ভরবে?’’
জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌজিত সিংহর সমর্থনে রাহুতবাগান এলাকায় জনসভা করেন মিঠুন। সেখানে মহাগুরু জানান, বিজেপি সরকার ক্ষমতায় এলে রাজ্যে হিংসার ঘটনা ঘটবে না। সেই সঙ্গে কেউ হিংসা করার চেষ্টা করলে কাউকে রেয়াত করা হবে না বলেই দাবি করেছেন তিনি। বলেন, ‘‘বিজেপি এলে কোনও সন্ত্রাস হবে না। তার পরও যদি কেউ মনে করেন হিংসা করবেন, তাহলে আমার কথা শুনুন, চাঁদে লুকিয়ে থাকলেও চাঁদ থেকে টেনে আনব।’’
রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকেও কটাক্ষ করেন মিঠুন। নাম না করে মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি প্রশ্ন করেন, ‘‘পাঁচ বছর কী করেছেন? আপনি আর কত মিথ্যে কথা বলবেন ভাই-বোনদের? বাড়ি বাড়ি রেশন দেওয়া হবে, এটাও ললিপপ। এটা একটা ব্যবসা।’’ আগামী দিনে রেশনে দুর্নীতির চেষ্টা করলে তিনি সেটা হতে দেবেন না বলেও এই সভা থেকে দাবি করেন মিঠুন। বলেন, ‘‘লাইনে দাঁড়িয়ে রেশন নেবেন। কম দিলে ফোন করবেন, ফাটাকেষ্ট এসে যাবে। খেলা পরে দেখাব।’’