ফালাকাটার জনসভায় মানিক সরকার। নিজস্ব চিত্র।
নিজের রাজ্যের রাজনৈতিক পালাবদলের ‘অভিজ্ঞতা’ শুনিয়ে, এ রাজ্যের বাসিন্দাদের সতর্ক করে দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোমবার উত্তরবঙ্গের ফালাকাটায় জনসভা ছিল মানিকের। সেখান থেকেই তাঁর বার্তা, ‘‘নিজের পায়ে কুড়ুল মারবেন না।’’
সোমবার ফালাকাটায় মানিক বলেন, ‘‘২০১১ সালে মানুষ বামফ্রন্টকে সরিয়ে তৃণমূলকে ক্ষমতায় এনেছিলেন। কিন্তু এখন তাঁরা বুঝতে পেরেছেন কী ভুল করে ফেলেছেন। এখন আবার বিজেপি বলছে, পরিবর্তনের পরিবর্তন চাই। কিন্তু বলতে দ্বিধা নেই, আপনারা নিজেরা নিজের পায়ে কুড়ুল মারতে চলেছেন।’’ দেশ জুড়ে হঠাৎ লকডাউনের সিদ্ধান্তের নিন্দা করে মানিকের অভিযোগ, “২ ঘণ্টার নোটিসে স্কুল, কলেজ, অফিস, আদালত সব বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু, শ্রমিক বা যাঁরা দিন আনেন দিন খান তাঁদের জন্য কোনও ব্যাবস্থাই নেওয়া হয়নি।’’
মানিকের দাবি, ‘‘এখন ত্রিপুরার মানুষ বুঝছেন তাঁরা কী ভুল করেছেন। রাজ্যের যে সব সাংবাদিক বাম সরকারের বিরুদ্ধে বলতেন, তাঁরা আজ আক্রান্ত হচ্ছেন।’’ তাঁর অভিযোগ, ‘‘গত লোকসভা নির্বাচনে রাজ্যের ২টি আসন রিগিং করে দখল করা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন নির্বাক। দেশের শীর্ষ আদালত থেকে নির্বাচন কমিশন সকলেই দলদাসে পরিণত হয়েছে।’’