ইন্দাস বিধানসভা কেন্দ্রে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়।
বাঁকুড়ার ইন্দাস বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় জনসভায় প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বাঁকুড়ার কোতলপুরে সভা করেছেন মমতা। ইন্দাসের সভা শেষে বড়জোড়ায় তৃতীয় ও শেষ সভা মমতার।
মমতা যা বললেন—
২.১৯ : ফোন করলে এখন থেকে হ্যালো বলবেন না। বলবেন, ‘জয়বাংলা বলুন’। আবার শেষ হলে বলবেন, ‘জয়বাংলা ভাল থাকুন’ : মমতা
২.১২: বিজেপি উন্নয়নের অনেক দাবি করছে। ওরা পচা কুমড়োর ঘ্যাঁট রান্না করতে পারে না। বিরিয়ানি রাঁধবে কী করে? কটাক্ষ মমতার।
২.১০: বিজেপিকে এখানে কবর দিন : মমতা।
২.০০: ওরা কেউটে সাপ বিষধর সাপ। যেখানে ঢুকবে ছোবল মারবে : মমতা
১.৫৯: ‘আমি রান্নাও করতে পারি, হাডুডুও খেলতে পারি আবার মানুষের কাজও করতে পারি।’ বললেন মমতা
১.৫৮: বিজেপি ভাবছে, ‘‘মমতার পা ভেঙে দিলাম। ও কিছু করতে পারবে না। বাড়িতে বসে থাকবে। ওরা আমাকে চেনে না। আমি ভাঙি তা-ই মচকাই না। যতক্ষণ শ্বাস থাকবে মা-মাটি -মানুষের কাজ ছাড়া অন্য কোনও কাজ করতে দেব না। আর মানুষের সঙ্গে থেকে যাঁরা কাজ করছেন, তাঁদেরও কাজ করতে হবে না হলে আমার সঙ্গে সম্পর্ক থাকবে না।’’
১.৫৭: মেয়েরাই আমার লক্ষ্মী। মেয়েরাই আমার সরস্বতী, বললেন মমতা
১.৫৬: বহিরাগত গুণ্ডাদের পাঠাচ্ছে বাংলায় : মমতা
১.৫৫: ভাড়া করে বাংলা শিখে এসেছে ওরা : মমতা
১.৫৪: বিজেপি বিষধর সাপ যেখানে যাবে ছোবল মারবে : মমতা
১.৫৩: কৃষকরা একর প্রতি ১০ হাজার টাকা করে পাবেন। ইন্দাসে ফের ঘোষণা মমতার।
১.৫২: দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা ১০ হাজার টাকা করে পাবেন স্মার্টফোনের জন্য। ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড ছাত্রছাত্রীদের নামে থাকবে। ৪ শতাংশ সুদের হারে দেশে বিদেশে পড়াশোনা করতে পারবে।
১.৫২: রেশন পান তো? প্রশ্ন করলেন মমতা? যদি না পান নাম লিখিয়ে নেবেন। রেশন পাবেন।
১.৫১ : ৩০ লক্ষ বাড়ি আমি তৈরি করে দেব : মমতা
১.৫০: আরেকটি প্রকল্পের কথা জানালেন মমতা। জলস্বপ্ন। বাড়ি বাড়ি পাইপ লাইনে জল পৌঁছে যাব। জলের সমস্যা মিটবে। এরই মধ্যে ৭০ হাজার মানুষের বাড়িত জল পৌঁছেও গিয়েছে : মমতা
১.৪৮: গত আট নয় বছরে অনেক রাস্তা ঘাট তৈরি হয়েছে। ইন্দাসে জলের প্রকল্পও চলেছ। বাঁকুড়ায় প্রায় ২০০০ কোটি টাকার জলের প্রকল্প তৈরি হয়েছে। মাটিসৃষ্টি প্রকল্পও হবে। যে জমিতে ভাল চাষ হয় না সেই জমিগুলিকে সেচের মাধ্যমে ঠিক করার চেষ্টা করা হচ্ছে। ২৫ হাজার হেক্টর জমিতে এই কাজ হচ্ছে। প্রচুর ছেলে মেয়ে কাজ পাবেন। অনেকের চাকরি হবে। জানালেন মমতা।