West Bengal Assembly Election 2021

Bengal Polls 2021: ২০ থেকে ২৩ এপ্রিল ৬ সভা মুখ্যমন্ত্রীর

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ২০ এপ্রিল বিকেল সাড়ে তিনটেয় হরিশ্চন্দ্রপুরের তুলসিহাট্টা হাটের মাঠে প্রথম সভা করবেন তিনি। হরিশ্চন্দ্রপুর ও চাঁচল বিধানসভা কেন্দ্রের জন্য সেই সভা হবে।

Advertisement

জয়ন্ত সেন

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২১ ০৬:৪২
Share:

—ফাইল চিত্র।

মালদহে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কর্মসূচির রদবদল হল। দলীয় সূত্রে খবর, মালদহের নারায়ণপুরের একটি হোটেলে ঘাঁটি গেড়ে আগামী ২০ থেকে ২৩ এপ্রিল চারদিন জেলায় ৬টি সভা করবেন মুখ্যমন্ত্রী। মালদহ থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বেশ কয়েকটি সভা করবেন তিনি। এ ছাড়াও মালদহে প্রচারে আসছেন দুই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও নূসরৎ জাহান থেকে শুরু করে সৌমেন মহাপাত্র, আদিবাসী নেতা পরেশ মুর্মুরাও।

Advertisement

মালদহ জেলায় শেষ দুই দফায় ভোট থাকায় প্রথমে চলতি মাসের ২১ থেকে ২৬ তারিখ পর্যন্ত মালদহ তো বটেই এমনকি, দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলায় নির্বাচনী সভা করার কথা ছিল মমতার। সূত্রের খবর, মালদহ জেলায় সেই কর্মসূচির রদবদল হয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ২০ এপ্রিল বিকেল সাড়ে তিনটেয় হরিশ্চন্দ্রপুরের তুলসিহাট্টা হাটের মাঠে প্রথম সভা করবেন তিনি। হরিশ্চন্দ্রপুর ও চাঁচল বিধানসভা কেন্দ্রের জন্য সেই সভা হবে।

২১ এপ্রিল দুপুর দুটোয় মানিকচক বিধানসভা কেন্দ্রের জন্য জনসভা করবেন মানিকচক শিক্ষা নিকেতন প্রাইমারি স্কুল মাঠে। ২২ এপ্রিল মুখ্যমন্ত্রীর তিনটে সভা রয়েছে। প্রথম সভা রতুয়া ও মালতীপুর বিধানসভা কেন্দ্রকে নিয়ে সামসি কলেজ মাঠে, দুপুরে দ্বিতীয় সভা হবিবপুর বিধানসভার জন্য কেন্দপুকুর হাই স্কুল মাঠে ও বিকেলে তৃতীয় সভা মালদহ বিধানসভা কেন্দ্রের জন্য নারায়ণপুরের বেসরকারি একটি হোটেলের পাশের মাঠে। ২৩ তারিখ সকাল ১১টায় এই জেলায় শেষ সভা রয়েছে সুজাপুর ও মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের জন্য কালিয়াচক কারবালা মাঠে।

Advertisement

আগামী এপ্রিল তারিখ হবিবপুর, রতুয়া, গাজল ও মোথাবাড়িতে রোড-শো করবেন নূসরৎ। ১৪ ও ১৫ এপ্রিল সৌমেন মহাপাত্র জেলায় কয়েকটি জনসভা করবেন। ২৩ এপ্রিল দুপুরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে বৈষ্ণবনগরের সাউথ মালদহ কলেজ মাঠে। বিকেলে তাঁর রোড-শো ইংরেজবাজার শহরে। পরদিন সকালে গাজল কলেজ মাঠে নির্বাচনী সভা রয়েছে তাঁর। তৃণমূলের মালদহ জেলা সভাপতি মৌসম নুর বলেন, ‘‘দলনেত্রীর কর্মসূচিতে কিছু রদবদল হয়ে ২০ থেকে ২৩ এপ্রিল জেলায় একাধিক নির্বাচনী সভা করবেন দলনেত্রী।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement