ব্যান্ডেলে প্রচারে লকেট চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র।
গরুর গাড়ি, নৌকার পর এ বার সাইকেল চালিয়ে প্রচার করলেন লকেট চট্টোপাধ্যায়। চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী লকেট সোমবার নিজের কেন্দ্রে সাইকেল চালিয়ে জনসংযোগ করেন। যদিও লকেটের এই প্রচারকে কটাক্ষ করে তৃণমূলের বক্তব্য, মানুষ কাজ দেখে ভোট দেয়। প্রার্থী কীসে চেপে প্রচার করছেন, তা দেখে নয়। লকেটকে ভোট দিয়ে মানুষ দেখেছেন ওঁকে কাজে পাওয়া যায় না। তাই সাইকেল বা মোটর সাইকেল, যাতেই প্রচার করুন লাভ হবে না।
সোমবার ব্যান্ডেলের কেওটা ত্রিকোণ পার্ক থেকে পিপুলপাতি মোড় পর্যন্ত সাইকেলে প্রচার করেন লকেট। এর আগে ২০১৯ এ লোকসভা ভোটে সিঙ্গুরে সাইকেল চালিয়ে ভোটের প্রচার করেছিলেন। এমনকি স্কুটি চালিয়েও ভোটের প্রচার করেছেন লকেট। সাইকেলে প্রচার নিয়ে লকেটকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘মহিলারা সবেতেই পারদর্শী। আর গ্রামবাংলায় যোগাযোগের অন্যতম মাধ্যম হল সাইকেল। তাই প্রচারে সাইকেলকেই বেছে নিয়েছি।’’
লকেটের কথার প্রেক্ষিতে হুগলি-চুঁচুড়া পৌরসভার পুর প্রশাসক, তৃণমূল নেতা গৌরীকান্ত মুখোপাধ্যায় বলেন, ‘‘২০১৪ সাল থেকে মেয়েদের জন্য সবুজ সাথী সাইকেল দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলার মা-বোনেরা সাইকেল সম্বর্কে ভাল করেই জানেন। তাঁদেরকে আর সাইকেল চালিয়ে নতুন করে দেখানোর কিছু নেই।’’
গৌরীকান্তের কথায়, ‘‘যদি করতেই হয় কেন্দ্রীয় সরকারি প্রকল্প এনে সাইকেল দিন। এ ভাবে প্রচারে সাইকেল চালিয়ে লাভ হবে না। মানুষ কাজ দেখে ভোট দেন। লকেটকে ভোট দিয়ে তাঁরা বুঝেছেন, তাঁকে কাজে পাওয়া যায় না।’’