উত্তরপ্রদেশের চিকিৎসক কাফিল খান। —ফাইল চিত্র
এ বারের বিধানসভা ভোটে মহম্মদ সেলিম, ঐশী ঘোষ, দীপ্সিতা ধরের মতো সিপিএম প্রার্থীদের জেতানোর জন্য আবেদন করলেন উত্তরপ্রদেশের চিকিৎসক কাফিল খান। এনসেফালাইটিসে শিশুমৃত্যুর ঘটনার পরে মুখ খুলে যোগী আদিত্যনাথের সরকারের হাতে হেনস্থার শিকার হয়েছিলেন কাফিল। যেতে হয়েছিল জেলেও। সেই সময়ে সিপিএমের সাংসদ সেলিম বা জওহলরাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ঐশী, দীপ্সিতারা তাঁর মুক্তির দাবিতে সরব হয়েছিলেন। পাল্টা কৃতজ্ঞতা হিসেবেই সিপিএম প্রার্থীদের পক্ষে আবেদন করেছেন কাফিল। তাঁর বক্তব্য, ‘‘কঠিন সময়ে আমাদের পাশে যাঁরা দাঁড়িয়েছিলেন, তাঁদের মধ্যে এঁরা উল্লেখযোগ্য। বাংলার বর্তমান পরিস্থিতিতে তাঁদের জয়ী করা একান্ত প্রয়োজন।’’ কাফিল জানিয়েছেন, ২০১৮ সালে তিনি প্রথমে সেলিমকে ই-মেল পাঠিয়েছিলেন। সেই সময়ে এবং তার পরে কাফিলের ভাইয়ের উপরে গুলি চলার ঘটনার প্রেক্ষিতে সংসদে এবং বাইরে সরব হয়েছিলেন সেলিম। চণ্ডীতলার মানুষের কাছে কাফিল আর্জি জানিয়েছেন সেলিমকে জয়ী করার। পাশাপাশিই জামুড়িয়া ও বালির বাসিন্দাদের কাছে তাঁর আবেদন ঐশী ও দীপ্সিতাকে বিধানসভায় পাঠানোর।