ছেলে তৃণমূলের সমর্থক। তারই খেসারত দিতে হল বলে দাবি করলেন হাওড়ার জগৎবল্লভপুরের বৃদ্ধা শবরজান বেগম। তাঁর বাড়িতে রাখা মোটরচালিত ভ্যানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তুললেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর কর্মীদের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। ঘটনাটি ঘটে জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের সুকান্তপল্লিতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বাড়ির সামনেই একটি বুথে ভোট দিতে গিয়েছিলেন শবরজান। তখনই পাড়ার লোকেরা তাঁকে খবর দেন, বাড়িতে রাখা ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের আঙুল ওঠে আইএসএফ-কর্মীদের বিরুদ্ধে। শবরজান দাবি করেন, ‘‘ছেলে এবং আমি তৃণমূল করি। আর সে কারণেই এই কাণ্ড ঘটিয়েছে আইএসএফ।’’
যদিও জগৎবল্লভপুরের আইএসএফ প্রার্থী সাব্বির আহমেদ বলেন, ‘‘এ সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তৃণমূল বুঝতে পেরে গিয়েছে, তাদের পায়ের তলার মাটি হারাচ্ছে। সে কারণেই এ সব করে আইএসএফের ঘাড়ে দোষ চাপাচ্ছে।’’