West Bengal Assembly Election 2021

Bengal Polls 2021: আজ থেকে শুরু হবে মনোনয়ন জমা

মনোনয়ন জমা করার শুরু থেকে শেষ দিন পর্যন্ত দুই মহকুমাশাসকের কার্যালয়ের একশো মিটার আগে ব্যারিকেড করে ‘সিকিওরিটি জ়োন’ তৈরি করা হচ্ছে।

Advertisement
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২১ ০৬:৫০
Share:

আসানসোলে এখানেই মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। নিজস্ব চিত্র।

আজ, বুধবার পশ্চিম বর্ধমানে ভোটের বিজ্ঞপ্তি জারি করা হবে, জানাল নির্বাচন কমিশন। এ দিন থেকেই প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন। ৭ এপ্রিল পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। ৮ এপ্রিল মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। ১২ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এর পরেই প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থিতালিকা। প্রার্থীরা অনলাইনেও মনোনয়ন জমা করতে পারবেন।

Advertisement

আগামী ২৬ এপ্রিল, সপ্তম দফায় জেলার ন’টি বিধানসভায় ৩,০৬৪টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট নেওয়া হবে। ভিভিপ্যাট থাকছে ৪,০৫৩টি। কমিশন জানায়, আসানসোল উত্তর ও দক্ষিণ, কুলটি, জামুড়িয়া, বারাবনির প্রার্থীরা আসানসোলের মহকুমাশাসকের কার্যালয়ে এবং রানিগঞ্জ, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব ও পশ্চিমের প্রার্থীরা দুর্গাপুরের মহকুমাশাসকের কার্যালয়ে সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেবেন। জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক (পশ্চিম বর্ধমান) পূর্ণেন্দু মাজি বলেন, ‘‘কমিশনের নির্দেশ অনুযায়ী, সব আয়োজন করা হয়েছে। আমরা সব দিক থেকে তৈরি রয়েছি।’’

কমিশন জানিয়েছে, গোটা প্রক্রিয়াকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে। যেমন, প্রার্থীরা রিটার্নিং অফিসারের দফতরে ৩টের মধ্যে এসে পৌঁছলেই তাঁর মনোনয়ন জমা নেওয়া হবে। প্রার্থী ছাড়া, এ বার মাত্র দু’জনকেই রিটার্নিং অফিসারের ‘চেম্বার’-এ মনোনয়ন জমা করার সময়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। মনোনয়ন জমা করতে প্রত্যেক বিধানসভা কেন্দ্রের জন্য পৃথক-পৃথক ‘চেম্বার’ তৈরি করে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।

Advertisement

মনোনয়ন জমা করার শুরু থেকে শেষ দিন পর্যন্ত দুই মহকুমাশাসকের কার্যালয়ের একশো মিটার আগে ব্যারিকেড করে ‘সিকিওরিটি জ়োন’ তৈরি করা হচ্ছে। এই জ়োনের মধ্যে প্রার্থীদের সঙ্গে আসা সমর্থক ও কোনও গাড়ি প্রবেশ করতে পারবে না। মহকুমাশাসকের ভবন-সহ ওই জ়োনের চারপাশে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। প্রার্থী ও তাঁদের সঙ্গে আসা সমর্থকদের গতিবিধি নজরে রাখতে প্রতি মুহূর্তে ভিডিয়ো রেকর্ডিংয়ের ব্যবস্থা করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement