প্রতীকী ছবি।
ষষ্ঠ দফার ভোটপর্বে উত্তর ২৪ পরগনার অশোকনগর এবং পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে গুলি চালানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। যদিও নির্বাচন কমিশনের তরফে বৃহস্পতিবার দু’টি অভিযোগই খারিজ করা হয়েছে।
অশোকনগর এবং আমডাঙা বিধানসভার সীমানা এলাকা টাংরা, বালিশায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অশান্তি ঠেকাতে গুলি চালানোর অভিযোগ ওঠে। কিন্তু তা সঠিক নয় বলে জানিয়েছে কমিশন। পাশাপাশি, পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে গুলি চালানোর যে অভিযোগ উঠেছে তা-ও খারিজ করে দিয়েছে কমিশন।
বৃহস্পতিবার দুপুরে কমিশন জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনী কোনও গুলি চালায়নি। প্রসঙ্গত, পঞ্চম দফার ভোটপর্বে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। কিন্তু সেই অভিযোগও খারিজ করেছিল কমিশন।