ইটাহারের জনসভায় রাজনাথ সিংহ। নিজস্ব চিত্র।
উত্তর দিনাজপুরে বিজেপি-র প্রচারে এসে তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।
সোমবার ইটাহার বিধানসভার বিজেপি প্রার্থী অমিতকুমার কুণ্ডুর সমর্থনে আয়োজিত জনসভায় রাজনাথ বলেন, ‘‘বাংলার মানুষকে ১০ বছর বোকা বানিয়েছেন দিদি। কোনও চাকরি নেই, কর্মসংস্থান নেই। আছে শুধু কাটমানি। তাই কাটমানির সরকারকে সরাতে বিজেপি-কে ভোট দিন। তবেই বাংলায় আসল পরিবর্তন হবে।’’
রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রীয় সরকারের ‘ডাবল ইঞ্জিনে’ উন্নয়নমূলক কাজের গতি অনেক বাড়বে বলেও দাবি করেন রাজনাথ। তাঁর মন্তব্য, ‘‘উন্নয়নের স্বার্থে তাই তৃণমূলের ভাঁওতাবাজি কথা ভুলে বিজেপি প্রার্থী অমিতকুমার কুন্ডুকে ভোট দিন, কারণ আমরাই বাংলাই ক্ষমতায় আসছি ২০০-র বেশি আসন নিয়ে।’’
ইটাহার উচ্চ-বিদ্যালয়ের মাঠে সোমবারের জনসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের সঙ্গে ছিলেন প্রার্থী অমিতকুমার, ইটাহারের বিদায়ী বিধায়ক তথা জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি অমল আচার্য। জেলা বিজেপি-র সহ সভাপতি নিমাই সিংহ, বিজেপি নেতা শ্যামল চৌধুরী, সুমন আচার্য, দিলীপ ঋষি-সহ অন্যান্য নেতৃবৃন্দ। সোমবার দুপুরে হেলিকপ্টার করে এসে গোটলু হোমগার্ড ট্রেনিং সেন্টারের হেলিপ্যাডে নেমে হাইস্কুল মাঠের সভাস্থলে পৌঁছন রাজনাথ।