West Bengal Assembly Election 2021

Bengal Polls: বোলপুরের বিজেপি প্রার্থীর সুরক্ষায় সিআরপি

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ০৮:৩০
Share:

বোলপুরের বিজেপি প্রার্থীর নিরাপত্তায় সিআইএসএফ। নিজস্ব চিত্র।

বিভিন্ন জায়গায় প্রার্থীরা আক্রান্ত হওয়ার পরে এ বার নিরাপত্তা বাড়ল বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের। রবিবার রাত থেকেই তাঁর
নিরাপত্তায় দেওয়া হয়েছে দু’জন অফিসার সহ চার সিআরপিএফ জওয়ানকে। নির্বাচন পর্যন্ত প্রচার মিটিং, মিছিল থেকে শুরু করে যেখানেই বিজেপি প্রার্থী যাবেন সেখানেই সর্বক্ষণের জন্য থাকবেন এই দুজন অফিসার ও চার সেনা জাওয়ান। যদিও অনির্বাণবাবুর দাবি, তিনি কোনও নিরাপত্তারক্ষী চাননি।

Advertisement

নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই জেলায় বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। বাদ যাননি প্রার্থীরাও। রবিবার দুবরাজপুর বিধানসভার অন্তর্গত লোকপুরের ভাদুরিয়া গ্রামে প্রচারে গিয়ে তৃণমূল কর্মীদের হাতে দুবরাজপুরে বিজেপি প্রার্থী অনুপ সাহা আক্রান্ত হন বলে অভিযোগ। গাড়িতেও ভাঙচুর করা হয়। রবিবার নানুরের বড়া গ্রামে বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে উত্তেজনা ছড়ায়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মিছিলে হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনার পরই সোমবার রাত থেকে বোলপুরের বিজেপির প্রার্থীর নিরাপত্তায় দেওয়া হল কেন্দ্রীয় বাহিনী। রবিবার রাতে থেকেই তাঁর সঙ্গে ঘুরতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

বিজেপি সূত্রের খবর, জেলায় বিজেপির যে ১১ জন প্রার্থী রয়েছেন, তাঁদের মধ্যে শুধু নিরাপত্তা দেওয়া হয়েছে বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে। বাকিদের কারও সশস্ত্র নিরাপত্তারক্ষী দেওয়ার খবর নেই। আর এখানেই প্রশ্ন উঠেছে যে সমস্ত প্রার্থী আক্রান্ত হলেন বা যাঁদের উপরে হামলা চালানো হল, তাঁদের নিরাপত্তা বাড়ল না অথচ বোলপুরের বিজেপি প্রার্থীর নিরাপত্তায় রাখা হল দুই অফিসার ও চার সেনা জওয়ানকে। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি
ধ্রুব সাহা বলেন, “হয়তো ওঁর আগে থেকে নিরাপত্তারক্ষী পাওয়ার কথা ছিল, তাই পেয়েছেন। তবে জেলায় বাকি বিজেপি প্রার্থীদের মধ্যে
যাঁদের নিরাপত্তার প্রয়োজন রয়েছে সেই বিষয়টি দেখে রাজ্য নেতৃত্বকে জানানো হবে ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement