বীরভূমে বোমা বাঁধতে গিয়ে উড়ল হাত, নির্জন স্থানে ফেলে পালাল সঙ্গীরা

বোমা বাঁধতে গিয়ে হাত উড়ে গেল শেখ ইয়াসিন নামের এক ব্যক্তির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২১ ১৪:৩৫
Share:

বোমা ফেটে জখম। নিজস্ব চিত্র।

বোমা বাঁধতে গিয়ে হাত উড়ে গেল শেখ ইয়াসিন নামের এক ব্যক্তির। শুক্রবার সকালে বীরভূম জেলার দুবরাজপুর থানার আমুড়ি গ্রামে জখম অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান জেলার ফরিদপুর থানার মাধাইপুর কোলিয়ারির পিছনের দিকে অর্থাৎ অজয় নদীর ধারেই বোমা বাঁধা হচ্ছিল বৃহস্পতিবার রাতে। সেখানেই বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে ২টি হাত উড়ে যায় শেখ ইয়াসিনের। অবস্থা বেগতিক দেখে তার সঙ্গীরা আমুরি গ্রামের মাল পাড়াতে ইট ভাটার কাছে বাঁশঝাড়ের নির্জন জায়গায় তাঁকে ফেলে দিয়ে পালিয়ে যায়। বর্ধমান জেলার ঘটনাস্থলে এখনও বোমা বাঁধার সামগ্রী পড়ে আছে বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণের সময় আরও ৩-৪ জন সেখানে ছিল বলে জানা গিয়েছে। দুবরাজপুর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। কী উদ্দেশ্য, কারা বোমা বানানোর জন্য ইয়াসিনকে নিয়ে গিয়েছিল, তা জানার চেষ্টা করেছে পুলিশ।

Advertisement

বীরভূম জেলার পুলিশ সুপার মিরাজ খালিদ এই ঘটনা নিয়ে বলেছেন, ‘‘আমরা গোটা ঘটনার তদন্ত করছি। তবে প্রাথমিক প্রমাণ যেটুকু পাওয়া গিয়েছে, তাতে বোঝা যাচ্ছে যেখানে ওই ব্যাক্তিকে উদ্ধার করা হয়েছে সেখানে বিস্ফোরণ হয়নি। নদীর ওপারে বর্ধমানে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। এর সঙ্গে কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement