প্রতীকী ছবি।
আইএসএফ এবং সিপিএম ছেড়ে কয়েকশো নেতা-কর্মী যোগ দিলেন ফরওয়ার্ড ব্লকে। দেগঙ্গায় এই ঘটনায় অস্বস্তি বেড়েছে সংযুক্ত মোর্চার মধ্যে। বুধবার বেড়াচাঁপায় ফরওয়ার্ড ব্লকের দলীয় সভা হয়। সেখানে সিপিএম-আইএসএফ থেকে দলবদল করেন অনেকে। আইএসএফ প্রার্থী করিম আলি অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না। তিনি বলেন, ‘‘মানুষ তৃণমূলকে বাংলা থেকে উৎখাত করতে আমাকেই ভোট দেবেন।’’ দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে বামেদের, বিশেষ করে ফরওয়ার্ড ব্লকের আসন দীর্ঘ দিনের। এ বার তা আইএসএফকে ছাড়া হয়। ফরওয়ার্ড ব্লক তা নিয়ে আপত্তি জানিয়েও সমাধান না মেলায় তারাও প্রার্থী দিয়েছে। প্রার্থী হয়েছেন হাসানুরজামান চৌধুরী।
এ দিন সিপিএম থেকে ফরওয়ার্ড ব্লকে যোগ দেন ফরিদ আহমেদ। তিনি বলেন, ‘‘হাসানুরজামান যোগ্য ব্যক্তি এবং ভূমিপুত্র। গত দশ বছর ধরে মানুষের পাশে থেকেছেন। আমপান থেকে লকডাউন— যে ভাবে মানুষের কাছে থেকে সাহায্য করেছেন, তাঁকে প্রার্থী না করে ভুল করেছেন জোটের নেতারা।’’ আইএসএফ থেকে এ দিন ফরওয়ার্ড ব্লকে যোগ দেন আব্দুল ওহাব, ফারুক মণ্ডল, আলমগির আহমেদরা। আলমগির বলেন, ‘‘শিক্ষিত, যোগ্য প্রার্থী নিয়ে লড়াইয়ে নামার প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাইজান (আইএসএঅফের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী)। তিনি সেই প্রতিশ্রুতি রাখেননি। তাই হাসানুরজামানকে সমর্থন করছি।’’ এ বিষয়ে হাসানুর বলেন, ‘‘দেগঙ্গার মানুষের পাশে থেকে তাঁদের জন্য কিছু করে যেতে চাই। তাই তাঁদের ডাকে আমি ভোটের লড়াইয়ে নেমেছি।’’