ভোট দিচ্ছেন করোনা আক্রান্ত শাহিনুর। নিজস্ব চিত্র।
করোনা আক্রান্ত কোনও ভোটার যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, প্রশাসনকে সেই ব্যবস্থা করতে বলেছিল নির্বাচন কমিশন। সেই নির্দেশ মেনে গোসাবার এক কোভিড আক্রান্তকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ব্যবস্থা করে দিল স্বাস্থ্য দফতর। সেই সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রথম কোনও কোভিড আক্রান্তের ভোটাধিকার প্রয়োগের বন্দোবস্ত করে নজির গড়ল গোসাবা।
জানা গিয়েছে করোনা আক্রান্ত ওই ব্যক্তির নাম শাহিনুর সর্দার। বৃহস্পতিবার কোভিড বিধি মেনে পিপিই পরেই ভোটগ্রহণ কেন্দ্রে এসে নিজের গণতান্ত্রিক আধিকার প্রয়োগ করেন তিনি। রাধানগরের তারানগর গ্রাম পঞ্চায়েতের ৯৬ নম্বর বুথে ভোট দেন। এ বিষয়ে গোসাবার ব্লক স্বাস্থ্য আধিকারিক ইন্দ্রনীল বর্গী বলেন, ‘‘করোনা রোগীকে ভোটদানে উৎসাহিত করা হলে, আগামী দিনে অন্য আক্রান্তেরাও বুথে আসবেন। তার জন্য এগিয়ে আসতে হবে স্বাস্থ্যকর্মী ও প্রশাসনকে।’’
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী বাড়ি থেকে অ্যাম্বুল্যান্সে করে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় করোনা আক্রান্ত ওই ভোটারকে। সেখানে নির্বিঘ্নেই ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর স্যানিটাইজ করা হয় বুথটি।
গোসাবা বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে একাধিক দ্বীপ। মূল ভূখন্ড থেকে দ্বীপগুলি বিচ্ছিন্ন হওয়ায় যাতায়াতের বড় সমস্যা রয়েছে। এই প্রতিকূলতার মধ্যেও সুন্দরবনের করোনা আক্রান্ত এক ভোটারের বাড়ি থেকে অ্যাম্বুল্যান্সে করে বুথে আনা থেকে শুরু করে বাড়ি ফেরানো পর্যন্ত সব ধরনের ব্যবস্থা করা নজিরবিহীন ঘটনা। ভোট দিতে পেরে ভীষণ খুশি করোনা আক্রান্ত শাহিনুন। তিনি বলেন, ‘‘ভাবতেই পারিনি আমিও ভোট দিতে পারব। তবে স্বাস্থ্য দফতর এবং প্রশাসনের সহযোগিতায় অসাধ্য সাধন হয়েছে। আশা করি পশ্চিমবঙ্গের সর্বত্রই এই ব্যবস্থা থাকবে।’’