Bombing

Bengal Polls: নানুরের গোপডিহি গ্রামে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল, দাবি ওড়াল জোড়াফুল

নানুরের গোপডিহি গ্রামে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল, দাবি ওড়াল জোড়াফুল

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২১ ১৭:১৯
Share:

বোমা মারার অভিযোগ করছেন গ্রামবাসীরা। নিজস্ব চিত্র।

বোমাবাজির জেরে উত্তেজনা ছড়াল বীরভূম জেলার নানুরের গোপডিহি গ্রামে। এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা শুক্রবার রাতে এসে বেশ কয়েকটি বোমা ছোঁড়ে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Advertisement

গ্রামবাসীদের অভিযোগ, এর আগে তৃণমূলের দুষ্কৃতীরা ধান কাটতে বাধা দিয়েছিল। তার পরই রাতে এসে বোমাবাজি করেন তাঁরা। গ্রামবাসীদের বক্তব্য, তাঁরা বিজেপি-কে সমর্থন করেন। সে জন্য ভয় দেখাতে তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজ করেছে। এই ঘটনার পর তৃণমূলের দুষ্কৃতীদের না ধরে বিজেপি কর্মীদের বাড়িতেই পুলিশ হানা দিয়েছে বলেও অভিযোগ।

যদিও বোমাবাজির অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি-র লোকেরাই বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করেছে। ঘটনার পর থেকেই ওই গ্রামে মোতায়েন করা বিশাল পুলিশ বাহিনী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement