bomb

Bengal Polls: ভোটের আগের দিন পরিত্যক্ত বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার করল পুলিশ

সোমবার সপ্তম দফার ভোট মুর্শিদাবাদে। তার আগে রবিবার রানিনগরের চণ্ডীমাটি দেবীপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হল বেশ কয়েকটি বোমা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ২১:২৩
Share:

উদ্ধার হওয়া বোমা। —ফাইল চিত্র

মুর্শিদাবাদ জেলার রানিনগর থেকে ভোটের আগে দিন উদ্ধার হল তাজা বোমা। একটি পরিত্যক্ত বাড়িতে ছিল ওই বোমাগুলি। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।

Advertisement

সোমবার সপ্তম দফার ভোট মুর্শিদাবাদে। তার আগে রবিবার রানিনগরের চণ্ডীমাটি দেবীপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হল বেশ কয়েকটি বোমা। স্থানীয় তৃণমূল নূর ইসলামের অভিযোগ, “এলাকার কংগ্রেস কর্মী পিন্টু শেখের বাড়ির পিছনেই রাখা ছিল ওই বোমা। ভোটের দিন এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্যই মজুত করা হয়েছে।” যদিও ওই অভিযোগ অস্বীকার করে পাল্টা পিন্টুর অভিযোগ, ‘‘যেখান থেকে বোমার বস্তা উদ্ধার হয়েছে সেখানে পৌঁছতে গেলে আমার বাড়ি ঘুরপথে যেতে হবে। অথচ কুড়ি হাত দুরে খালেক মণ্ডলের বাড়ি রয়েছে। তাঁর নাম করা হচ্ছে না কেন?” কংগ্রেসের অভিযোগ, কেউ ওই বোমার রেখে পিন্টুকে ফাঁসাতে চাইছে।

পুলিশ ওই বোমা উদ্ধার করেছে। ওই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement