নিজস্ব চিত্র।
নির্বাচনের আগে জাতীয় সড়কের পাশে দোকানের সামনে থেকে একাধিক তাজা বোমা উদ্ধার হল মালদায়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে গাজোল বিধানসভার জোড়গাছি এলাকায় একটি দোকানের সামনে ৪টি তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই গাজোল থানায় খবর দেন। পুলিশ এসে এলাকাটি ঘিরে দেয়। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডের দলকে। তারা এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে।
এই ঘটনা প্রসঙ্গে এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘‘গাজোল শান্তিপূর্ণ এলাকা। এর আগে এই ধরনের বোমা এই এলাকায় দেখিনি। আমাদের মনে হচ্ছে নির্বাচনের আগে কোনও রাজনৈতিক দলের দুষ্কৃতীরা এলাকায় গোলমাল পাকানোর জন্য এই বোমাগুলি মজুত করেছিল। আমরা সন্ত্রাস,আতঙ্ক চাই না।’’
গাজোলের বিজেপি নেতা কার্তিক চৌধুরী বলেন, ‘‘গাজোল বিধানসভা কেন্দ্রে এ বার বিজেপি-র জয় নিশ্চিত। তৃণমূল বুঝে গিয়েছে তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। সেই কারণে তারা বোমা মজুত করে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। এর আগেও পঞ্চায়েত ভোটে একই কায়দায় তারা ভোট করেছে। আমরা চাই ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক।’’
অন্য দিকে তৃণমুল নেতা ফারুক আলম বলেন, ‘‘আমরা ৪ দফায় নির্বাচনে দেখেছি বিজেপি কী করেছে। তৃণমূলকে পরাস্ত করার জন্য বিজেপি ষড়যন্ত্র করেছে। মানুষ এর যোগ্য জবাব দেবে। ভিত্তিহীন অভিযোগ করছে বিজেপি। ওরা নিজেরা এই ঘটনা ঘটিয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে।’’
বোমা উদ্ধারের ঘটনার পরে মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘বোমা উদ্ধার হয়েছে। বম্ব স্কোয়াড পৌঁছে নিজেদের কাজ করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’