দিলীপ ঘোষের সভা চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন তাঁর নিরাপত্তা রক্ষী।
মুর্শিদাবাদের ফরাক্কায় বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভা চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন তাঁর নিরাপত্তা রক্ষী। সোমবার ফরাক্কা বিধানসভার অন্তর্গত জাফরগঞ্জে নির্বাচনী জনসভা করতে এসেছিলেন দিলীপ। ফরাক্কার বিজেপি প্রার্থী হেমন্ত ঘোষের সমর্থনে আয়োজিত ওই জনসভায় দিলীপের বক্তৃতার সময়ই তাঁর নিরাপত্তাপক্ষী অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান।
কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ান মঞ্চের নীচে দাঁড়িয়েছিলেন। হঠাৎই সংজ্ঞাহীন হয়ে মাটিতে পড়ে যান তিনি। কেন্দ্রীয় বাহিনীর অন্য জওয়ান, পুলিশ এবং মঞ্চের সামনে হাজির বিজেপি কর্মীরা ছুটে আসেন। তাঁরা ওই জওয়ানকে তুলে ধরে ধীরে ধীরে হাঁটিয়ে মঞ্চের পিছনে নিয়ে যান। জল খাইয়ে সুস্থ করার চেষ্টা করেন।
দিলীপ সে সময় কিছুক্ষণের জন্য বক্তৃতা থামিয়ে দেন। ওই জওয়ানের সঙ্গে থাকা বিজেপি কর্মীদের বলেন, ‘বসিয়ে দিন ওঁকে। রোদ্রে মাথা ঘুরে গিয়েছে।’’
সে সময় শ্রোতাদের একাংশ ওই অসুস্থ জওয়ানকে দেখতে সামনের দিকে এগিয়ে এলে তাঁদের নিরস্ত করে বিজেপি-র রাজ্য সভাপতি বলেন, ‘‘প্রত্যেক বছর ওই গরমের সময় নির্বাচন হয়। আমরা সকলে ঘুরে ঘুরে নির্বাচন করি। আপনারা বসুন। কোনও চিন্তা নেই। ওঁরা (কেন্দ্রীয় বাহিনীর জওয়ান) খুব শক্ত আছেন।’’
চিকিৎসকেরা পরীক্ষা করে জানিয়েছেন, প্রখর রোদ আর জন্য গরমের কারণেই ওই জওয়ান অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি এখন বিপন্মুক্ত।