West Bengal Assembly Election 2021

Bengal Polls: ‘বহিরাগত’ তকমা থেকে স্ত্রী-র ভাইরাল ভিডিয়ো, কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ

কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। দফায় দফায় বিক্ষোভ দেখা যায় কালিয়াগঞ্জে বিজেপি-র কার্যালয়েও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালিয়াগঞ্জ শেষ আপডেট: ২৪ মার্চ ২০২১ ১৯:১৫
Share:

কালিয়াগঞ্জে বিক্ষোভ বিজেপি কর্মীদের। নিজস্ব চিত্র।

ফের শিরোনামে কালিয়াগঞ্জ। বিধানসভা নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা, তার উপরে ভিডিয়ো বার্তায় অভিযোগ করেছেন খোদ প্রার্থী সৌমেন রায়ের স্ত্রী। সৌমেন কালিয়াগঞ্জে পা দেওয়ার পর থেকে দফায় দফায় বিক্ষোভ দেখালেন কর্মীরা। টায়ার জ্বালিয়ে চলল বিক্ষোভ। উত্তেজনা ছড়াল কালিয়াগঞ্জে।

Advertisement

বুধবার কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। দফায় দফায় বিক্ষোভ দেখা যায় কালিয়াগঞ্জে বিজেপি-র কার্যালয়েও। তাঁদের দাবি একটাই, সৌমেনকে প্রার্থী হিসেবে মানেন না। বিজেপি কার্যালয়ে বসে বৈঠক করে প্রার্থী বদলের দাবি তোলেন তাঁরা। বিজেপি কর্মীদের দাবি, স্থানীয় যে কোনও বিজেপি কর্মকর্তা বা স্থানীয় বাসিন্দা কাউকে প্রার্থী করতে হবে।

সমস্যা যেন পিছু ছাড়ছে না সৌমেনের। তিনি আদতে আলিপুরদুয়ার জেলার বাসিন্দা। তাই তাঁর নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গেই বিজেপি-তে শুরু হয়েছে বিক্ষোভ। আর তার জেরেই প্রার্থী হিসেবে নাম ঘোষণার চারদিন পর কালিয়াগঞ্জে পা রাখতে পেরেছেন সৌমেন। তার মধ্যেই একটি ভিডিয়ো বার্তায় সৌমেনের বিরুদ্ধে প্রচার করবেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী শর্বরী সিংহ রায়।

Advertisement

বুধবার সকালে সৌমেনের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় আহত হন বিজেপি-র কয়েকজন কার্যকর্তা। কিন্তু কে বা কারা এই হামলা করল তা নিয়ে মুখ খুলতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব। কালিয়াগঞ্জের প্রার্থীকে নিয়ে বারবার অস্বস্তিতে পড়া বিজেপি নেতৃত্ব সৌমেনের গাড়িতে থাকার কথা স্বীকারও করতে চাননি। সৌমেনের দেখাও মিলছে না। সব মিলিয়ে চরম অস্বস্তিতে বিজেপি। কালিয়াগঞ্জে উপ-নির্বাচনের বিজেপি প্রার্থী কমল সরকার বলেন, ‘‘আমরা দলের অনুগত সৈনিক। দল যা বলবে আমরা অবশ্যই তা মানব। কিন্তু আমার মনে হয়, নেতৃত্বের ভুল হয়েছে। সেই ভুল সংশোধনের দাবি জানাচ্ছি আমরা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement