BJP

Bengal polls: জুনকে দেখে থামলেন শমিত

পথে হঠাৎ দেখা। মিষ্টি কথা হল। হল নমস্কার, প্রতি নমস্কার। রাজনৈতিক সৌজন্যের সাক্ষী থাকল শহর মেদিনীপুর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২১ ০৭:২৮
Share:

মুখোমুখি। ছবি: সৌমেশ্বর মণ্ডল

পথে হঠাৎ দেখা। মিষ্টি কথা হল। হল নমস্কার, প্রতি নমস্কার। রাজনৈতিক সৌজন্যের সাক্ষী থাকল শহর মেদিনীপুর।

Advertisement

সোমবার সকালে শহরের জুগনুতলায় মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সঙ্গে দেখা হয়ে যায় মেদিনীপুরের বিজেপি প্রার্থী শমিত দাশের। এ দিন সকালে পালবাড়ি ও তার আশেপাশের এলাকায় প্রচার কর্মসূচি ছিল শমিতের। অন্যদিকে, জুগনুতলা ও তার আশেপাশের এলাকায় প্রচার সারছিলেন জুন। পালবাড়ির কর্মসূচি সেরে জুগনুতলা হয়ে ফিরছিলেন শমিত। তখন দলের কর্মীদের নিয়ে এই এলাকায় প্রচার কর্মসূচি করছিলেন জুন। তৃণমূল প্রার্থীকে দেখেই গাড়ি দাঁড় করান বিজেপি প্রার্থী। গাড়ি থেকে নেমে সটান চলে যান জুনের সঙ্গে দেখা করতে। দু’জনে হেসে কথাবার্তা বলেছেন। একে অপরে শুভেচ্ছা বিনিময় করেছেন। যুযুধান দুই প্রার্থীর সৌজন্যের সাক্ষী থেকেছেন পথচলতি মানুষেরাও। জুনের উদ্দেশে শমিতকে বলতে শোনা যায়, ‘‘আপনার সঙ্গে দেখা হয়ে ভাল লাগল।’’ তখন জুনকেও বলতে শোনা যায়, ‘‘থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ।’’

শমিত বলছেন, ‘‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হলেও সৌজন্য দেখানোই তো বাঞ্ছনীয়। ভিন্ন মতাদর্শ থাকতে পারে। তার জন্য রাজনৈতিক লড়াই হবে। কিন্তু সৌহার্দ্য নষ্ট হতে দেওয়া উচিত নয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement