West Bengal Assembly Election 2021

Bengal Polls: শান্তিপুরে ভোট-অশান্তি, ‘ভীত’ ভোটারদের বুথে পৌঁছে দিলেন পদ্ম-প্রার্থী, তৃণমূল বলল, হার বুঝেই অভিযোগ

নদিয়ার শান্তিপুরের ঘটনা। বিজেপি-র অভিযোগ, সকাল থেকেই ভোটদানে বাধা দিচ্ছিল তৃণমূলের দুষ্কৃতীরা। অভিযোগ অস্বীকার করেছে জোড়া ফুল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শান্তিপুর শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ১৬:০৭
Share:

নিজস্ব চিত্র।

তৃণমূল দুষ্কৃতীরা ভোটারদের কিছুতেই ভোট দিতে দিচ্ছে না বলে অভিযোগ তোলে বিজেপি। অভিযোগ পেয়ে বিজেপি প্রার্থী নিজে সবাইকে সঙ্গে করে নিয়ে এসে ভোট দেওয়ান বলে খবর। ভোট দেওয়ার পরে সবাইকে বাড়িও পৌঁছে দেন তিনি। যদিও বিজেপি-র অভিযোগ অস্বীকার করে পাল্টা তাদেরই এলাকায় অশান্তির জন্য দায়ী করেছে জেলা তৃণমূল।

Advertisement

ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের ৭১ নম্বর বুথে। বিজেপি-র অভিযোগ, সেখানে সকাল থেকেই ভোটদানে বাধা দিচ্ছিল তৃণমূল দুষ্কৃতীরা। বুথমুখী ভোটারদের ভয় দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছিল বলে দাবি করা হয়। সূত্রের খবর, ‘খবর’ পেয়ে সেখানে যান শান্তিপুরের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। এলাকায় প্রার্থীকে দেখতে পেয়েই সেখানকার বিজেপি সমর্থকরা অভিযোগ করেন, তাঁদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। সে কথা শুনেই প্রার্থী দেহরক্ষী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বাড়ি বাড়ি যান। সবাইকে সাহস যোগান। তারপর ভোটারদের সঙ্গে নিয়ে বুথে যান তিনি। ভোট দেওয়ার পরে সবাইকে আবার বাড়িতে পৌঁছেও দেন প্রার্থী।

জগন্নাথ বলেন, ‘‘খবর পাই ৭১ নম্বর বুথে তৃণমূলের কিছু দুষ্কৃতী ভোটারদের ভোট দিতে যেতে দিচ্ছে না। আমি সেখানে গিয়ে সবাইকে ভোট দেওয়ার বন্দোবস্ত করি। এখন এলাকার পরিস্থিতি শান্ত।’’

Advertisement

তৃণমূলের পাল্টা দাবি, জগন্নাথই এলাকায় গিয়ে উত্তেজনা তৈরি করেন। এলাকায় শান্তিপূর্ণ ভাবেই ভোট হয়েছে। নদিয়া জেলা তৃণমূল সভাপতি মহুয়া মৈত্র বলেন, ‘‘বিজেপি এখানে পরাজিত হবে এবং তৃণমূল জিতবে। তাই এলাকায় সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছিল বিজেপি।’’

অন্য দিকে শান্তিপুরের কংগ্রেস প্রার্থী ঋজু ঘোষাল বলেন, ‘‘বিজেপি ও তৃণমূল এলাকায় সকাল থেকে সন্ত্রাস তৈরি করে ভোটারদের প্রভাবিত করতে চাইছে। কিন্তু মানুষ তা হতে দেবে না। আগামী দিনে সংযুক্ত মোর্চা জয়ী হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement