নির্দল প্রার্থী কৌশিক ভৌমিক নিজস্ব চিত্র।
বুথের কাছে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার চকদহ। আগ্নেয়াস্ত্র হাতে দেখা গেল এক নির্দল প্রার্থীকে। তাঁকে আটক করেছে পুলিশ। যদিও ওই প্রার্থীর অভিযোগ, তাঁকে খুন করার জন্যই ওই আগ্নেয়াস্ত্র নিয়ে গিয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তিনি সেটা উদ্ধার করে থানায় জমা দিতে যাচ্ছিলেন।
সূত্রের খবর, শনিবার ভোট চলাকালীন হঠাৎ দেখা যায়, চকদহের নির্দল প্রার্থী কৌশিক ভৌমিক জামার মধ্যে একটি আগ্নেয়াস্ত্র নিয়ে দৌড়চ্ছেন। তাঁকে দেখে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ ও সাংবাদিকরা এগিয়ে এলে তিনি পিস্তলটি মাটিতে ফেলে দেন। তারপর অভিযোগ করেন, তাঁকে মারার জন্যই এই পিস্তল আনা হয়েছিল।
কৌশিক বলেন, ‘‘বেশ কয়েক দিন ধরে এই এলাকায় অশান্তি করার চেষ্টা করছে তৃণমূল। আজ সকাল থেকেও করছিল। হঠাৎ দেখি একজনের হাতে পিস্তল। সঙ্গে সঙ্গে বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে আমি তেড়ে যাই। তাতে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সেই সময় পিস্তল পড়ে যায়। আমি সেটা তুলে থানায় জমা দিতে যাচ্ছিলাম।’’
কৌশিকের অভিযোগ, আগে থেকে বারবার পুলিশকে বলার পরেও নাকি তারা ব্যবস্থা নেয়নি। সেই সুযোগে দুষ্কৃতীরা এলাকা থেকে পালিয়ে যায়। যদিও এই ঘটনার পরে কৌশিককেই আটক করেছে পুলিশ। নিয়ে যাওয়া হয়েছে থানায়। পিস্তল উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।