BJP

bengal Polls: রাজারহাট-গোপালপুরে বিজেপি কর্মীকে মারধরে অভিযুক্ত তৃণমূল

বিজেপি-র দাবি, শুক্রবার সন্ধ্যায় গোবিন্দ নগর এলাকায় একটি চায়ের দোকানে বসে দলে ৪-৫ জন আড্ডা দিচ্ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২১ ০০:১৭
Share:

আক্রান্ত বিজেপি কর্মী। নিজস্ব চিত্র।

রাজারহাট-গোপালপুর বিধানসভা এলাকায় তৃণমূলআশ্রিত দুষ্কৃতীদের হাতে বিজেপি কর্মীর আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেছেন এলাকায় বিজেপি কর্মী-সমর্থকেরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নিউটাউন থানার পুলিশ।

Advertisement

বিজেপি-র দাবি, শুক্রবার সন্ধ্যায় গোবিন্দ নগর এলাকায় একটি চায়ের দোকানে বসে দলে ৪-৫ জন আড্ডা দিচ্ছিলেন। সে সময় তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায়। রাজারহাট-গোপালপুর বিধানসভার মণ্ডল সভাপতি চন্দ্রশেখর বাউলির দাবি, ‘‘আমাদের ছেলেরা সন্ধেবেলায় চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। সে সময় বাবুসোনার নেতৃত্বে তৃণমূলের লোকজন এসে আমাদের লোকেদের উপর হামলা চালায়। দলের দীর্ঘদিনের কর্মীর শ্যামল মণ্ডলকে তুলে আছাড় মারে। তাঁকে মেরে নাকমুখ ফাটিয়ে দিয়েছে। আরও কয়েক জনের উপরে হামলা চালিয়েছে।’’

নীলবাড়ির লড়াইয়ে আগামী শনিবার, ১৭ এপ্রিল রাজারহাট-গোপালপুর বিধানসভায় ভোট। বিজেপি-র অভিযোগ, বহিরাগতদের এনে ভোট করাতেই এলাকায় উত্তেজনা ছড়াচ্ছে তৃণমূল। চন্দ্রশেখরের দাবি, ‘‘হামলাকারীরা সকলেই তৃণমূলের বাবুসোনার ছেলে। ভোট করানোর জন্য ৫০-১০০ জন বাইরের থেকে এলাকায় লোক ঢুকিয়েছে। পুলিশও তাতে সহযোগিতা রয়েছে।’’ তবে দুষ্কৃতীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘‘শনিবার সন্ধ্যার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করা না হলে বিজেপি-র ছেলেরাই পদক্ষেপ করবে।’’

Advertisement

শুক্রবার রাতে এই ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন নিউটাউন থানার পুলিশ কর্মী-আধিকারিকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement