CPM

Bengal Poll: ময়নাগুড়িতে সাংবাদিকদের প্রশ্নে ‘ধৈর্যচ্যুতি’ বিমান বসুর

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কার্যত মেজাজ হারান তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২১ ২৩:১৮
Share:

ময়নাগুড়িতে সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। নিজস্ব চিত্র।

ময়নাগুড়িতে এসে মেজাজ হারালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শুক্রবার জলপাইগুড়ির ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত আরএসপি প্রার্থী নরেশচন্দ্র রায়ের সমর্থনে প্রচারে আসেন বামফ্রন্ট চেয়ারম্যান। প্রচার শেষে ময়নাগুড়ি সিপিএম কার্যালয়ে কর্মিসভা করেন তিনি। এরপর করেন সাংবাদিক বৈঠক, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কার্যত মেজাজ হারান তিনি।

Advertisement

প্রশ্ন ছিলো শুক্রবারের সভায় কর্মিদের কী বার্তা দিলেন? লড়াইটা এখানে মূলত কাদের সঙ্গে? তৃণমূল না বিজেপি? প্রশ্ন শুনে রেগে যান বিমান। বলেন, লড়াইটা মূলত তৃণমূল এবং বিজেপি-র সঙ্গে।’’ সাংবাদিক বৈঠকের আগে কর্মিসভায় কড়া ভাষায় রাজ্যের তৃণমূল এবং কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেন তিনি। রাজ্যে দুর্নীতি মুক্ত সরকার গড়তে সংযুক্ত মোর্চার প্রার্থীদের জয়ী করার ডাক দেন বিমান।

এই ঘটনায় সংযুক্ত মোর্চার অন্যতম শরিক কংগ্রেসের জেলা সভাপতি পিনাকী সেনগুপ্তর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘এই প্রসঙ্গে আমি কোনও মন্তব্য করব না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement