নির্বাচনী প্রচারে অশোক ডিন্ডা। ছবি - টুইটার
অশোক ডিন্ডার একটি টুইট নিয়ে হঠাৎ বিতর্ক তৈরি হল। তাঁর টুইটারে ‘শান্তি’ লিখতে গিয়ে বিপরীত শব্দ লেখা হয়েছে। যদিও তিনি এই বিষয়ে কিছু বলতে চাননি। বিজেপির আইটি সেলের তরফ থেকে জানানো হয়েছে যে এটা নিছকই ভুল। সেটা পরে মুছে ফেলা হয়েছে।
৬ এপ্রিল রাজ্যের একাধিক জায়গায় নির্বাচনী প্রচার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর জনসভার সমর্থনে ময়না বিধানসভার বিজেপি প্রার্থী ডিন্ডার টুইটে লেখা হয়, ‘আর নয় রাজনৈতিক হত্যা। আসবে অশান্তি। শান্তির বার্তা নিয়ে বঙ্গে পা রাখলেন প্রধানমন্ত্রী মোদীজি। এবার আসবে আসল পরিবর্তন।’
‘অশান্তি’ শব্দটি ভুল লেখা হয়েছে। এটা চাউর হওয়ার পরেই সেই টুইট মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়। বাংলার প্রাক্তন জোরে বোলার এই বিষয় নিয়ে মন্তব্য করতে নারাজ। তবে জানা গিয়েছে দলের আইটি সেলের কিছু ব্যক্তির ভুলে বিপরীত শব্দ লেখা হয়েছে। পরে নিজেদের ভুল বুঝতে পেরে সেই টুইট মুছে ফেলা হয়।