West Bengal Assembly Election 2021

Bengal Polls 2021: বিজেপিকে ভোট দিলে কালিদাসের অবস্থা হবে, প্রচারে তোপ অরূপের

বিজেপি-কে আক্রমণের পাশাপাশি তৃণমূলের গত ১০ বছরের উন্নয়নমূলক প্রকল্পগুলির কথাও তুলে ধরেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

জলপাইগুড়ি শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২১ ০১:১৩
Share:

ধূপগুড়িতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। নিজস্ব চিত্র।

বিজেপি-র ডাবল ইঞ্জিন সরকারের প্রচারকে ফাঁদ বলে কটাক্ষ করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর মতে, বিজেপি-র কথায় ভুলে ‘জোড়া ইঞ্জিন’ সরকার গড়ে এখন পস্তাচ্ছে বাংলার দুই প্রতিবেশী রাজ্য— অসম এবং ত্রিপুরা। অরূপের কথায়, “বিজেপি-কে ভোট দেওয়া মানে যে ডালে নিশ্চিন্তে বসে আছেন সেই ডালকেই কেটে ফেলা।” ধূপগুড়ির জনসভায় ভোটারদের উদ্দেশে তাঁর পরামর্শ, বিজেপি-কে ভোট দিয়ে ‘কালিদাসের মতো ভুল’ করা ঠিক হবে না।

Advertisement

কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও বিজেপি-কে ক্ষমতায় এনে ডাবল ইঞ্জিনের সুবিধার কথা প্রচার করছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রত্যেকেই বিজেপি-র প্রচার সভায় বার বার উল্লেখ করেছেন ‘ডাবল ইঞ্জিনের সরকার’ গড়ার কথা। মঙ্গলবার সেই প্রচারকে বিজেপি-র সাজানো ফাঁদ বলে কটাক্ষ করেন অরূপ।

ধূপগুড়িতে তৃণমূল প্রার্থী মিতালি রায়ের সমর্থনে সভা করেন তিনি। সভামঞ্চে অরূপ বলেন, ‘‘পাশের রাজ্য অসম ও ত্রিপুরায় বিজেপি-র ডাবল ইঞ্জিন সরকার। ওখানকার মানুষের এখন চরম দুরাবস্থা। অসমে যারা ভোট দিয়ে বিজেপি-কে জিতিয়েছিলেন, তাঁরাই আর আগামী দিনে ভোট দিতে পারবেন না। কারণ ওঁরা এনআরসি-র আওতায় পড়েছেন। আপনারা এই ভুল করবেন না।’’

Advertisement

এনআরসি নিয়ে সতর্ক করে অরূপ বলেন, ‘‘এনআরসি হলে ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভিসার কোনও মূল্য থাকবে না। ওগুলো থাকলেও প্রমাণ করতে পারবেন না আপনি ভারতের নাগরিক।’’

তবে বিজেপি-কে আক্রমণের পাশাপাশি তৃণমূলের গত ১০ বছরের উন্নয়নমূলক প্রকল্পগুলির কথাও তুলে ধরেন অরূপ। নির্বাচনী ইস্তাহারে তৃণমূল যে প্রতিশ্রুতি দিয়েছে, তারও উল্লেখ করেন তিনি। পরে বেকারত্ব নিয়েও কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement