Anubrata Mondal

Bengal Polls: ‘মোদীর দাড়ির মতো বাড়ছে পেট্রোপণ্যের দাম’, চেনা ভঙ্গিতে তোপ কেষ্টর, জবাব দিল বিজেপি-ও

অনুব্রত বলেন, ‘‘নরেন্দ্র মোদীর দাড়ি যত বাড়ছে, রান্নার গ্যাস, পেট্রল এবং ডিজেলের দামও ততই বাড়ছে।’’ এই প্রসঙ্গেই তাঁর খোঁচা, ‘‘রামরাজত্বে তেলের দাম ১০০ টাকা।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২১ ২২:২০
Share:

মেমারির জনসভায় বক্ততা অনুব্রত মণ্ডলের। নিজস্ব চিত্র।

পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। একই সঙ্গে অন্যান্য বিজেপিশাসিত রাজ্যের সঙ্গে তুলনা টেনে গেরুয়া শিবিরের ‘সোনার বাংলা’ গড়ার দাবি নিয়েও খোঁচা দিয়েছেন অনুব্রত।

সোমবার পূর্ব বর্ধমানের মেমারিতে তৃণমূল প্রার্থী মধুসূদন ভট্টাচার্যের সমর্থনে জনসভায় যোগ দেন অনুব্রত। সেখানে তিনি বলেন, ‘‘নরেন্দ্র মোদীর দাড়ি যত বাড়ছে, রান্নার গ্যাস, পেট্রল এবং ডিজেলের দামও ততই বাড়ছে।’’ এই প্রসঙ্গেই তাঁর খোঁচা, ‘‘রামরাজত্বে তেলের দাম ১০০ টাকা।’’ এর পাশাপাশি বিজেপি-র ‘সোনার বাংলা’গড়ার দাবিকেও কটাক্ষ করে তৃণমূলের বীরভূম জেলা সভাপতির প্রশ্ন, ‘‘বিজেপি বলছে, সোনার বাংলা গড়ব। কিন্তু ওড়িশার কী হাল? শিক্ষকদের চাকরি খেয়ে নিয়েছে সরকার। অসম কার? সোনার অসম, সোনার গুজরাত হয়েছে কি?’’

অনুব্রতর আক্রমণ সামলাতে ‘প্রধানমন্ত্রী’ পদ নিয়ে জনসাধারণের আবেগ উস্কে দিতে চেয়েছেন পূর্ব বর্ধমানের বিজেপি নেতা শ্যামল রায়। তাঁর বক্তব্য, ‘‘যাঁদের যেমন শিক্ষা তারা সে ভাবেই বলবেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যাঁরা সম্মান দিতে শেখেননি, তাঁরা সভ্য নন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement