West Bengal Assembly Election 2021

Bengal Poll: সাগরদিঘিতে ‘বহিরাগত’ প্রার্থী নাপসন্দ, ‘ভূমিপুত্রের দাবি’ তুলে বিক্ষোভে কংগ্রেস কর্মীরা

ইতিমধ্যেই সাগরদিঘিতে তৃণমূল এবং বিজেপি কর্মী-সমর্থকদের একাংশও স্থানীয় প্রার্থীর দাবিতে বিক্ষোভে নেমেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০২১ ২০:২৫
Share:

সাগরদিঘিতে বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের মিছিল। নিজস্ব চিত্র।

তৃণমূল এবং বিজেপি-র পর এ বার কংগ্রেস। প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভে নামলেন মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির কংগ্রেস কর্মীদের একাংশ। সোমবার সাগরদিঘি বিধানসভা এলাকায় বিক্ষোভ মিছিল করেন তাঁরা। বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উদ্দেশ্যে কংগ্রেসের প্রার্থী বদলের দাবিও জানান।

Advertisement

বিক্ষুদ্ধ কর্মীদের দাবি মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের ঘোষিত কংগ্রেস প্রার্থী শেখ হাসানুরজমান বহিরাগত। এলাকায় তাঁর কোনও প্রভাবও নেই। প্রসঙ্গত, গত সপ্তাহে সাগরদিঘি বিধানসভা এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ দলের প্রার্থী সুব্রত সাহার বিরুদ্ধে বিক্ষোভ দেখান। বিদায়ী বিধায়ক সুব্রতকেও ‘বহিরাগত’ তকমা দেন তাঁরা। তাৎপর্যপূর্ণ ভাবে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে মাফুজা খাতুনের নাম প্রকাশিত হওয়ার পরেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে পদ্ম শিবিরের একাংশ। এ বার সেই তালিকায় জুড়ল কংগ্রেসও।

রবিবার কংগ্রেস কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ৩৯টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। প্রার্থিতালিকা ঘোষণা হতেই সোমবার সকাল থেকে সাগরদিঘি ব্লক কংগ্রেস কমিটির পদাধিকারিদের একাংশ প্রতিবাদ শুরু করেন। তাঁদের একটাই দাবি— ভূমিপুত্র প্রার্থী চাই। প্রার্থী বদলের দাবিতে মঙ্গলবার মহামিছিলের ডাক দিয়েছে সাগরদিঘি ব্লক কংগ্রেস।

Advertisement

ব্লক কংগ্রেস নেতৃত্ব দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে যাঁরা কংগ্রেস করেছেন তাঁদের থেকেই প্রার্থী মনোনীত করতে হবে। বহিরাগত প্রার্থীকে মেনে নেওয়া হবে না। যদিও হাসানুরজমান সোমবার নিজেকে সাগরদিঘির ভূমিপুত্র বলে দাবি করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement