West Bengal Assembly Election 2021

Bengal Polls: নানুরে উত্তেজনা, বিজেপির মহিলা কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২১ ১৬:৩৩
Share:

অভিযোগকারিনী ঝুমা মেটে। নিজস্ব চিত্র।

ঘাস কাটা নিয়ে কথা কাটাকাটি। মুহূর্তে তা বদলে গেল রাজনৈতিক বিবাদে। বুধবার বীরভূমের নানুরের এই ঘটনায় বিজেপি-র এক মহিলা কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।যদিও তৃণমূলের বক্তব্য, বিজেপি-র মহিলা কর্মীই মাঠে ঘাস কাটতে আসা বাকি মহিলাদের উদ্দেশে কু-কথা বলেন। তা থেকেই অশান্তির সূত্রপাত।

Advertisement

নানুরের গোপডিহি গ্রামের এই ঘটনায় নিগ্রহের অভিযোগ করেছেন বিজেপি কর্মী ঝুমা মেটে। তাঁর কথায়, গ্রামের মাঠে ঘাস কাটতে গেলে তাঁকে তৃণমূলের ৫-৬ জন যুবক মারধর করে। বাঁশ নিয়ে তেড়া আসে তার দিকে। গলায় বন্দুক ঠেকিয়ে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় তাকে। মাঠের মধ্যে ফেলে মারধর করে তৃণমূলের ওই দুষ্কৃতীরা। কোনও মতে ছুটে পালিয়ে তাঁদের হাত থেকে বাঁচেন তিনি। যদিও তৃণমূল ঝুমার অভিযোগ উড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে, মাঠে ঘাস কাটতে আসা বিজেপি-র মহিলারাই প্রথম তাঁদের কর্মীদের লক্ষ্য করে কু-কথা বলেন। অকথ্য গালিগালাজ করেন। তার জেরেই এই ঘটনা।

স্থানীয় বাসিন্দারা অবশ্য বলেছেন, মাঠে ঘাস কাটা নিয়ে দু’টি আলাদা দলের মহিলাদের মধ্যে ঘটনা। গ্রামের মহিলাদের মধ্যে এমন ঘটনা নতুন কিছু নয়। ভোটের আবহে তাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। যদিও ঝুমার পরিবার এ কথা অস্বীকার করেছে। তারা জানিয়েছে, তৃণমূলের ওই দুষ্কৃতীরা স্পষ্টতই প্রাণে মারার হুমকি দিয়েছ তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement