n শঙ্করের-পাশে: বাটার মোড়ে বিক্ষোভ। ছবি: নির্মাল্য প্রামাণিক।
প্রার্থী ঘোষণার কয়েক দিন আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের কিছু কর্মী-সমর্থক দাবি তুলেছিলেন, বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রে ‘ঘরের ছেলে’ শঙ্কর আঢ্যকে চাই। বনগাঁ পুরসভার পুরপ্রশাসক তথা বনগাঁ শহর তৃণমূলের সভাপতি শঙ্কর আঢ্য এ বার নিজেও প্রার্থীপদের দাবিদার ছিলেন। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁ উত্তর কেন্দ্রের জন্য প্রার্থী হিসাবে জেলা পরিষদের অধ্যক্ষ শ্যামল রায়ের নাম ঘোষণা করেন। তাঁর বাড়ি গোপালনগরে।
শ্যামলের নাম ঘোষণা হতেই তৃণমূলের কর্মী-সমর্থকদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। সন্ধ্যার পর থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁরা ওই সিদ্ধান্তের বিরোধিতা করে শ’য়ে শ’য়ে পোস্ট করতে থাকেন। শনিবার সকালে বনগাঁ শহরে কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক মিছিল করেন। তাঁদের দাবি, প্রার্থী হিসাবে তাঁরা শঙ্করকেই চান। বাটারমোড়ে বেলা ১২টা থেকে যশোর রোড অবরোধ শুরু হয়। অবরোধ চলে দুপুর দেড়টা পর্যন্ত। টায়ার জ্বালিয়ে বিক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। পথে বেরিয়ে মানুষ ভোগান্তিতে পড়েন।
শঙ্কর বলেন, ‘‘মানুষ কার পক্ষে বা কার বিপক্ষে বলবেন, তা তাঁদের গণতান্ত্রিক অধিকার। বনগাঁর মানুষের পাশে থেকে উন্নয়ন করেছি। তাই মানুষ তাঁদের মতামত জানাচ্ছেন।’’
তৃণমূলের বনগাঁ লোকসভা কমিটির চেয়ারম্যান গোবিন্দ দাস বলেন, ‘‘আমরা কেউ নই। দলের প্রতীক জোড়াফুল। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সিদ্ধান্ত আমাদের মানতে হবে।’’ যদিও জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘প্রার্থী নিয়ে জেলায় কোথাও কোনও ক্ষোভ নেই কর্মীদের। সকলের সঙ্গে কথা বলে নিয়েছি।’’