Bhangar

Narendra Modi’s Brigade Rally: ব্রিগেডের সভায় যাওয়া ঘিরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ ভাঙড়ে আহত ৩ 

বিজেপি-র অভিযোগ, ব্রিগেডে না গিয়ে বাড়ি ফিরে যাওয়ার হুঁশিয়ারি দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

Advertisement
ভাঙড়  শেষ আপডেট: ০৭ মার্চ ২০২১ ১৫:৫৯
Share:

আহত এক বিজেপি কর্মী। —নিজস্ব চিত্র

ব্রিগেড যাওয়াকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের ৩ জন। প্রত্যেকেই স্থানীয় নলমুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। ভাঙড় থানায় অভিযোগ দায়ের করেছে ২ পক্ষই। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে অন্যান্য জায়গার মতো ভাঙড় থেকেও বিজেপি কর্মী, সমর্থকরা বাস এবং অন্যান্য গাড়িতে করে রওনা দেন। কিন্তু ভাঙড়ের সাকসা গ্রামের কাছে তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী তাঁদের পথ আটকায় বলে অভিযোগ বিজেপির। ব্রিগেডে না গিয়ে বাড়ি ফিরে যাওয়ার হুঁশিয়ারি দেয় ওই দুষ্কৃতীরা।

বিজেপি কর্মীরাও ব্রিগেডের পথে যেতে নাছোড় হওয়ায় শুরু হয় বচসা। কথা কাটাকাটি চলতে চলতে আচমকা ২ পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঘটনায় গুরুতর জখম হন ৩ জন। তাঁদের মধ্যে ১ জন তৃণমূল কর্মী এবং ২ জন বিজেপি কর্মী বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে ভাঙড় থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি আয়ত্তে আসে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement