দাবি মানসের

পশ্চিম মেদিনীপুরের সবং বিধানসভা কেন্দ্রের মধ্যে ২৮টি বুথকে অরক্ষিত রেখে শাসক দল ও পুলিশ-প্রশাসন ভোট লুঠের ছক কষছে বলে অভিযোগ করে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করলেন কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়া।

Advertisement
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৬ ০৪:৩৮
Share:

পশ্চিম মেদিনীপুরের সবং বিধানসভা কেন্দ্রের মধ্যে ২৮টি বুথকে অরক্ষিত রেখে শাসক দল ও পুলিশ-প্রশাসন ভোট লুঠের ছক কষছে বলে অভিযোগ করে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করলেন কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়া। কমিশনকে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন, সবং ব্লকের মধ্যে ভেমুয়া ও মোহাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশের কোনও সেক্টর অফিস রাখা হয়নি। ফলে, ওই দুই এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে রাখা হচ্ছে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement