ঠিক ১টাতেই মনোনয়ন পত্র জমা দিলেন মমতা

মনোনয়ন পত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে শুক্রবার দুপুর ১টা নাগাদ মনোনয়ন জমা দিলেন তিনি। আলিপুরের সার্ভে বিল্ডিং-এ গিয়ে এই মনোনয়ন জমা দেওয়ার পর্বে মমতার সঙ্গে ছিলেন তৃণমূলের অন্য শীর্ষ নেতারাও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৬ ১৩:৫০
Share:

মনোনয়ন পত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে শুক্রবার দুপুর ১টা নাগাদ মনোনয়ন জমা দিলেন তিনি। আলিপুরের সার্ভে বিল্ডিং-এ গিয়ে এই মনোনয়ন জমা দেওয়ার পর্বে মমতার সঙ্গে ছিলেন তৃণমূলের অন্য শীর্ষ নেতারাও।

Advertisement

জ্যোতিষ বিচার করেই মনোনয়ন পত্র জমা দেওয়ার দিনক্ষণ নাকি স্থির করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন দুপুর ১টা নাগাদ অশ্বিনী নক্ষত্র মেষ রাশিতে অবস্থান করবে। জ্যোতিষীদের মতে, অশ্বিনী হল কেতুর নক্ষত্র। এই নক্ষত্রের শুভযোগে শত্রুর নিধন সহজ হয়। সে কথা মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দুপুর ১টা নাগাদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে সূত্রের খবর। অবশ্য এ বিষয়ে মমতার নিজের বক্তব্য মেলেনি।

আলিপুরের সার্ভে বিল্ডিং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে ঢিলছোড়া দূরত্বে। বাড়ি থেকে বেরিয়ে ১টা বাজার মিনিট চারেক আগেই এ দিন সার্ভে বিল্ডিং-এ পৌঁছন তিনি। ঠিক ১টায় মনোনয়ন পত্র জমা দেন। সঙ্গে ছিলেন মুকুল রায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি। প্রযোজক নিসপাল সিংহও মমতার সঙ্গে ছিলেন তিনি।

Advertisement

আরও পড়ুন:

শুধু আপনি থাকবেন, সরকার নয়, মমতাকে তীব্র কটাক্ষ সূর্যর

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিদ্বন্দ্বী দীপা দাশমুন্সিও এ দিনই মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেতলা থেকে মিছিল করে সার্ভে বিল্ডিং পৌঁছন তিনি। মনোনয়ন পত্র জমা দেন ১টা ৪৫ নাগাদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement