মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীর পরিবারকেও অর্থ সাহায্য করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে একটি সাংবাদিক বৈঠক করে মমতা জানালেন, মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করা হবে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘এই সাহায্য সামান্যই। তবে সাহায্য করার ক্ষেত্রে কোনও ভেদাভেদ করা হবে না। রাজনৈতিক রং বাড়তি গুরুত্ব পাবে না। মৃত ব্যক্তি বিজেপি-র কর্মী হোন বা সংযুক্ত মোর্চার কিংবা তৃণমূলের—প্রত্যেকের পরিবার এই সরকারি অর্থ সাহায্য পাবেন।’’
বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানেই রাজ্যে ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে মমতা বলেন, ‘‘গত কয়েক দিনে হিংসার ঘটনা অত্যন্ত বেড়ে গিয়েছে। গত ৩ মে পর্যন্ত রাজ্যে নির্বাচনী আচরণবিধি জারি ছিল। তারপর থেকে এই ঘটনাগুলি ঘটেছে।’’ ভোট পরবর্তী হিংসায় শীতলখুচি, মাথাভাঙা, কেতুগ্রামে গত কয়েকদিনে তৃণমূল কর্মীদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর এবং পূর্ব বর্ধমানের জামালপুরে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপিও।
বৃহস্পতিবারের বৈঠকে মমতা বলেন, ‘‘মোট ১৬ জন মারা গিয়েছেন বলে খবর আছে আমার কাছে। এর মধ্যে কিছু বিজেপি, কিছু তৃণমূল এবং একজন সংযুক্ত মোর্চার কর্মীরও মৃত্যু হয়েছে। এঁদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করবে রাজ্য সরকার।’’ মমতা বলেন, ‘‘এই অর্থ সাহায্য সামান্যই। তবে তা দেওয়া হবে, ধর্ম, বর্ণ এবং রাজনৈতিক দল নির্বিশেষে।’’