COVID-19

বিজেপি মানুষের রায় মেনে নিক, করোনায় কেন কেন্দ্রীয় মন্ত্রীরা বাংলায়: মমতা

সমস্ত হাসপাতালে ৪০ শতাংশ শয্যা বাড়ানোর ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ মে ২০২১ ১৫:২২
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৬ মে ২০২১ ১৫:৪০ key status

মৃতদের পরিবারকে অর্থ সাহায্যের ঘোষণা: মমতা

হিংসায় যাঁরা মারা গিয়েছেন, তাঁদের আর্থিক সাহায্য করা হবে। জানালেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারকে ২ লাখ টাকা সাহায্য করা হবে, ঘোষণা মমতার

শেষ আপডেট: ০৬ মে ২০২১ ১৫:৩৮ key status

বিজেপি মানুষের রায় মেনে নিক: মমতা

‘‘কোচবিহারে হিংসা বেশি হচ্ছে। গুন্ডামি হচ্ছে। উদয়নের হাত ভেঙে দেওয়া হয়েছে। কোথায় কোথায় হিংসা হচ্ছে, আমরা খতিয়ে দেখছি। আসলে বিজেপি মানুষের রায় মেনে নিতে পারেনি। তাই ওরা গন্ডগোল করছে। বিজেপি-কে বলব, মানুষের রায় মেনে নিন।’’ বললেন মমতা। 

Advertisement
শেষ আপডেট: ০৬ মে ২০২১ ১৫:৩৬ key status

কেন কেন্দ্রীয় মন্ত্রীরা এখনও বাংলায়: মমতা

শপথের কয়েক ঘণ্টা পরেই বাংলায় এসেছে কেন্দ্রীয় দল। কেন কেন্দ্রীয় মন্ত্রীরা এখনও বাংলায়। যখন অক্সিজেন, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না তখন তাঁরা আসছেন না কেন? দিল্লির দাঙ্গার পর কেন কেন্দ্রীয় দল আসে না? প্রশ্ন মমতার। মুখ্যমন্ত্রী বললেন, কেন্দ্রীয় মন্ত্রীর যেন অকারণ প্ররোচনা না দেন।

শেষ আপডেট: ০৬ মে ২০২১ ১৫:৩৩ key status

পাটশিল্পে একসঙ্গে ৩০ শতাংশ কর্মী একসঙ্গে কাজ করবেন।

পাটশিল্পে একসঙ্গে ৩০ শতাংশের বেশি কর্মী কাজ করবেন না, জানালেন মমতা। পাটশিল্পে শ্রমিকেরা ১ শিফ্টে কাজ করবেন। বললেন, এই সব এলাকাগুলি থেকে সংক্রমণ বেশি ছড়ায়। তাই এই এলাকাগুলিতে দৈহিক দূরত্ব বজায় রাখতে হবে।   

Advertising
Advertising
শেষ আপডেট: ০৬ মে ২০২১ ১৫:৩০ key status

সমস্ত হাসপাতালে ৪০ শতাংশ শয্যা বাড়ানো হচ্ছে।

মুখ্যমন্ত্রী বললেন, দরকারে কোয়াক ডাক্তারদের কাজে লাগানো হবে। ইন্টার্ন চিকিৎসক এবং নার্সরাও চিকিৎসা করবেন। এর পাশাপাশি হাসপাতালগুলিতে ৪০ শতাংশ শয্যা বাড়ানো হবে। সব হাসপাতাল, নার্সিংহোমে করোনা চিকিৎসার বেড রাখতে হবে। ডাক্তারি পড়িুয়াদের করোনা চিকিৎসার কাজে লাগানো হবে।

শেষ আপডেট: ০৬ মে ২০২১ ১৫:৩০ key status

নাক মুখ ঢেকে মাস্ক পরুন

আগামী ১৫ দিন সতর্ক থাকার বার্তা  দিলেন মমতা। বললেন, দৈহিক দূরত্ব বজায় রাখুন। নিজেদের খেয়াল নিজেরা রাখুন। গাদাগাদি করে বাসে উঠবেন না। ভিড় এড়ানোর চেষ্টা করুন।

শেষ আপডেট: ০৬ মে ২০২১ ১৫:২৭ key status

মেডিক্যাল কলেজে অক্সিজেন প্লান্ট হবে।

রাজ্যে অক্সিজেন ঘাটতি মেটাতে মেডিক্যাল কলেজে অক্সিজেন প্ল্যান্ট তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement