দেড় ঘণ্টার জন্য নবান্নে মমতা

ভোটপর্ব মিটে যাওয়ার ছ’দিন পর বুধবার নবান্নে দেড় ঘণ্টা কাটিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রের খবর, এ দিন কিছু ফাইলে সই করেন তিনি। মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে ডেকে রাজ্যের বিভিন্ন জেলায় খরা পরিস্থিতি ও কাঁচা আনাজের দর বৃদ্ধি নিয়েও আলোচনা করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০১৬ ০৩:৩৩
Share:

ভোটপর্ব মিটে যাওয়ার ছ’দিন পর বুধবার নবান্নে দেড় ঘণ্টা কাটিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রের খবর, এ দিন কিছু ফাইলে সই করেন তিনি। মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে ডেকে রাজ্যের বিভিন্ন জেলায় খরা পরিস্থিতি ও কাঁচা আনাজের দর বৃদ্ধি নিয়েও আলোচনা করেন।

Advertisement

ভোট চলাকালীন ১৯ এপ্রিল বিকেলে এক ঘণ্টার জন্য নিজের দফতরে এসেছিলেন মমতা। তার পরে এ দিন। বুধবার বিকেল পৌনে চারটেয় নবান্নে ঢোকে মুখ্যমন্ত্রীর গাড়ি। বেরিয়ে যায় বিকেল সওয়া পাঁচটা নাগাদ। ওই দেড় ঘণ্টার বেশির ভাগ সময়ই মমতার ঘরে ছিলেন তাঁর প্রধান সচিব গৌতম সান্যাল ও মুখ্যসচিব। প্রশাসনের এক শীর্ষকর্তা বলেন, ‘‘কিছু ব্যাপারে মুখ্যসচিবের সঙ্গে কথা বলে ফাইলে সই করবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী । সেই কারণেই এ দিন তাঁর নবান্ন আসা।’’ তবে মমতা যে নবান্নে আসবেন, তার আগাম খবর প্রশাসনের শীর্ষকর্তাদের কাছে ছিল না। মুখ্যসচিব আগে থেকেই অসামরিক প্রতিরক্ষা দফতরের কর্তাদের সঙ্গে এ দিন বৈঠক করবেন বলে স্থির ছিল। মুখ্যমন্ত্রী আসবেন জেনে তা বাতিল করে দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement